জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নীতা আম্বানি, আসমুদ্র হিমাচল যাঁর রূপে-গুণে-মুগ্ধ। শুধু ভারত নয়, সারা পৃথিবীর অন্যতম ধনী ব্যক্তিত্ব নীতা আম্বানি । খেলা থেকে বিনোদন, ফ্যাশন থেকে রাজনীতি সব ফিল্ডেই তিনি পারদর্শিতা দেখান। জনসমক্ষে তিনি যখনই আসেন, সকলেই তার রূপের ছটায় ছিটকে যান। তাঁর চারপাশের গ্ল্যামার নজরে না পড়ে থাকা অসম্ভব। জমকালো রেড কার্পেট অনুষ্ঠান হোক বা জাঁকজমকপূর্ণ পারিবারিক অনুষ্ঠান, মুকেশ আম্বানির স্ত্রী নীতা সর্বদাই সবার নজর কেড়ে নেন। তাঁর অসাধারণ পোশাক সম্ভার এবং তার
মেকআপ দক্ষতা তাঁর অসাধারণ চেহারার রহস্য।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
কিন্তু কে তাঁর মেকআপ শিল্পী? কার তুলির টানে তিনি হয়ে ওঠেন অপরূপা?
তিনি মিকি কন্ট্রাক্টর।
আরও পড়ুন- সানিয়া মির্জা ফের শিরোনামে, টেনিসসুন্দরীর এক্স ফের হতে চলেছেন বাবা!
মিকি কন্ট্রাক্টর ফ্যাশন জগতে একটি সুপরিচিত নাম, বিশেষ করে সৌন্দর্য এবং স্টাইল জগতের সকলেই তাঁকে একনামে চেনে। প্রায় তিন দশকের অভিজ্ঞতার ঝুলি তাঁর। তিনি ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা প্রতিষ্ঠা করেছেন। ১৯৯২ সালে কাজলের সঙ্গে বলিউডে একজন মেকআপ শিল্পী হিসেবে তাঁর যাত্রা শুরু করেছিলেন। দুজনে একসঙ্গে “বেখুদি” ছবিতে অভিনয় করেছিলেন। সেখান থেকেই মিকির কেরিয়ার তুঙ্গে ওঠে এবং তিনি আর পিছনে ফিরে তাকাননি। নীতা আম্বানি, তাঁর মেয়ে ইশা আম্বানি এবং তাঁর পুত্রবধূ শ্লোকা আম্বানি তাঁদের মেকআপের জন্য মিকি কন্ট্রাক্টরের উপর নির্ভর করেছেন। বিয়ে বাড়ি হোক অথবা খেলার গ্যালারি, গেট টুগেদার পার্টি থেকে এয়ারপোর্ট- আম্বানি পরিবারের শীত গ্রীষ্ম বর্ষা – মিকিই ভরসা। নিজগুনে মিকি ভারতের সবচেয়ে ধনী পরিবারের পছন্দের মেকআপ শিল্পী হয়ে উঠেছেন।
আরও পড়ুন- এনার্জি ড্রিংকের ধাক্কায় বেজায় ফাঁসলেন অঙ্কিতা লোখণ্ডে, ২৫ শিল্পীর মধ্যে আছেন বাঙালি অদ্রিজাও…
মিকি বর্তমানে ইন্ডাস্ট্রির সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া মেকআপ শিল্পীদের একজন। তিনি প্রতি ক্লায়েন্টের জন্য ৭৫০০০ থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত চার্জ করেন বলে জানা গেছে।
তার ক্লায়েন্টদের মধ্যে করিনা কাপুর খান, দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাট, ঐশ্বর্য রাই বচ্চন, অনুষ্কা শর্মা, সোনম কাপুর এবং আরও অনেক সেলেব রয়েছেন। প্রবীণ এই মেকআপ শিল্পী হাম আপকে হ্যায় কৌন, দিল তো পাগল হ্যায়, কুছ কুছ হোতা হ্যায়, কভি খুশি কভি গম, কাল হো না হো, মহবাত্তে, মাই নেম ইজ খান, কার্তিক কলিং কার্তিক, ডন, ভিরে দি ওয়েডিং এবং ইংলিশ মিডিয়াম সহ বেশ কয়েকটি সুপারহিট ছবিতে মেক-আপ আর্টিস্ট হিসেবে কাজ করেছেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)