NOW READING:
ডেঙ্গি প্রকোপ এড়াতে আগাম সতর্কতা, ৬৮টি ওয়ার্ডকে ‘বিপজ্জনক’ চিহ্নিত কলকাতা পুরসভার !
March 24, 2025

ডেঙ্গি প্রকোপ এড়াতে আগাম সতর্কতা, ৬৮টি ওয়ার্ডকে ‘বিপজ্জনক’ চিহ্নিত কলকাতা পুরসভার !

ডেঙ্গি প্রকোপ এড়াতে আগাম সতর্কতা, ৬৮টি ওয়ার্ডকে ‘বিপজ্জনক’ চিহ্নিত কলকাতা পুরসভার !
Listen to this article


কলকাতা: ডেঙ্গি প্রকোপ এড়াতে আগাম সতর্কতা কলকাতা পুরসভার। ৬৮টি ওয়ার্ডকে বিপজ্জনক চিহ্নিত কলকাতা পুরসভার। ২৬ মার্চ জরুরি ভিত্তিতে বরো ভিত্তিক প্রশাসনিক বৈঠক শুরু। জুন মাসের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জোর, জানালেন অতীন ঘোষ।

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

আরও পড়ুন, ‘রোগা হওয়ার জন্য বেস্ট গরমকাল’ ! ডায়েটে কী কী রাখার পরামর্শ TMC সাংসদ রচনার ? ‘অভিষেক আইকন..’

আরও দেখুন



Source link