# Tags
#Blog

আইপিএল ২০২৫ সালে লখনউ ছাড়ার জোর জল্পনার মাঝেই কেএল রাহুল-সঞ্জীব গোয়েঙ্কা সাক্ষাৎ

আইপিএল ২০২৫ সালে লখনউ ছাড়ার জোর জল্পনার মাঝেই কেএল রাহুল-সঞ্জীব গোয়েঙ্কা সাক্ষাৎ
Listen to this article


নয়াদিল্লি: আসন্ন মরশুমের আইপিএল নিয়ে ইতিমধ্যেই তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। দিনকয়েক আগেই আইপিএল ২০২৫ (IPL 2025) সালের না না কর্মসূচি, নিয়ম এবং টুর্নামেন্টের ভবিষ্যৎ নিয়ে ফ্র্যাঞ্চাইজিদের কর্ণধারদের সঙ্গে বৈঠকে বসেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরের মরশুমের আগে মেগা নিলামের আয়োজন করা হবে। তাই অনেকেই মহাতারকাই নিজেদের দলবদল করতে পারেন বলে অনুমান করা হচ্ছে। এদের মধ্যে অন্যতম হলেন কেএল রাহুল (KL Rahul)।

আইপিএল ২০২৪ চলাকালীনই সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) খারাপ পারফরম্যান্সের (১০ উইকেটে হার) পর মাঠেই রাহুল ও লখনউ দলের অন্যতম মালিক সঞ্জীব গোয়েঙ্কার (Sanjiv Goenka) উত্তপ্ত কথোপকথন শিরোনাম কেড়ে নিয়েছিল। মাঠেই দলের অধিনায়ক রাহুলকে সকলের সামনে গোযেঙ্কা ভর্ৎসনা করেন বলে অনুমান করা হয়। তারপর থেকেই তাঁর লখনউ ফ্র্যাঞ্চাইজি ছাড়ার জল্পনা শোনা যাচ্ছিল। এই কানাঘুষোর মাঝেই সম্প্রতি এক রিপোর্টে দাবি করা হচ্ছে রাহুল নাকি সোমবার, ২৬ অগাস্ট সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে দেখা করেছেন।

ওই ঘটনার পর সরকারিভাবে রাহুল এই প্রথম একা গোয়েঙ্কার সঙ্গে সাক্ষাৎ করলেন। রিপোর্ট অনুযায়ী দুইজনের সাক্ষাৎকার প্রায় ঘণ্টাখানেক চলে। দলের ভবিষ্যৎ পরিকল্পনা এবং রাহুলের রিটেনশনের বিষয়ে এই বৈঠকে আলোচনা করা হয় বলে রিপোর্টে দাবি করা হচ্ছে। রাহুলকে ২০২২ সালের মেগা নিলামে ১৭ কোটি টাকায় দলে নিয়েছিল লখনউ সুপার জায়ান্টস।  তারকা কিপার ব্যাটার তথা লখনউয়ের অধিনায়ক রাহুল আদৌ আর সেই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলবেন কি না, সেই নিয়ে ধোঁয়াশা রয়েইছে। এই নিয়ে সরকারিভাবে এখনও কিছু জানানো হয়নি। তবে এইসবের মাঝেও রাহুল ও সঞ্জীব গোয়েঙ্কার সাক্ষাৎকার লখনউ দলের জন্য ইতিবাচক সঙ্কেত বলেই মনে করা হচ্ছে।  

প্রসঙ্গত, গত মরশুমে লখনউয়ের বোলিং কোচের দায়িত্বে থাকা মর্নি মর্কেল ভারতীয় দলের পরবর্তী বোলিং কোচ হতে চলেছেন। তাঁর পরিবর্তে লখনউয়ের দায়িত্ব নিতে পারেন জাহির খান। এমনই জল্পনা শোনা যাচ্ছে। প্রাক্তন ভারতীয় বোলার জাহির খান দীর্ঘদিন জাতীয় দলের হয়ে খেলেছেন। আইপিএল খেলারও অভিজ্ঞতা রয়েছে তাঁর। মুম্বই ইন্ডিয়ান্স দলের সঙ্গে দীর্ঘদিন ধরেই যুক্ত জাহির। লখনউ ম্যানেজমেন্ট তাঁর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দলের উন্নতি সাধনে সচেষ্ট বলেই একাধিক মহলে জল্পনা। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: টেস্ট ক্রিকেটে নিজের ভবিষ্যৎ নিয়ে বড় আপডেট দিলেন সূর্যকুমার যাদব 

আরও দেখুন



Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal