পারথ: ভারত আর অস্ট্রেলিয়ার ম্যাচ হবে আর তাতে বিতর্ক, উত্তেজনা হবে না, এমনটাও কী সম্ভব! বর্ডার-গাওস্কর ট্রফির (Border-Gavaskar Trophy) প্রথম টেস্টের (IND vs AUS 1st Test) প্রথম সেশনেই আম্পায়ারের এক সিদ্ধান্ত নিয়ে চূড়ান্ত বিতর্ক। যার ফলে ঠান্ডা মাথার ক্রিকেটার হিসাবে পরিচিত কেএল রাহুলও মেজাজ হারালেন। বিস্মিত ধারাভাষ্যকাররাও।
ঘটনাটি প্রথম সেশনের একেবারে শেষবেলায় ঘটে। ধুঁকতে থাকা ভারতীয় দলের হয়ে পারথে অজ়ি বোলারদের বিরুদ্ধে লড়াই করছিলেন কেএল রাহুল (KL Rahul)। রোহিত শর্মার বদলে ওপেন করতে নেমে বেশ ধৈর্য্য ও দুরন্ত টেকনিকের পরিচয় দিয়ে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। তবে মিচেল স্টার্কের এক বল রাহুলের আউট ঘিরে যত কাণ্ড। ডিফেন্ড করতে যাওয়া রাহুলের ব্যাটের পাশ দিয়ে বল কিপারের হাতে চলে যায়। অন্ততটাই মাঠে উপস্থিত আম্পায়ার এমনটাই ভেবেছিলেন। তবে অস্ট্রেলিয়ান দল খানিক ভাবনাচিন্তা করে ডিআরএস নেওয়ার সিদ্ধান্ত নেয়। সেখানই তৃতীয় আম্পায়ার সিদ্ধান্ত বদল করে রাহুলকে আউট দেন।
রিভিউয়ের সময় আল্ট্রা এজ় প্রযুক্তিতে হালকা স্পাইক ধরা পড়ে। তবে রিপ্লেতে কিন্তু স্পষ্টই দেখা যায় রাহুল যখন বলটি ছাড়তে গিয়েছিলেন, তখন তাঁর ব্যাটটি প্যাডে লাগে। অনেককিছু দেখে শুনেও শেষমেশ সিদ্ধান্ত নেওয়ার জন্য একটাই ফ্রেম পাওয়া যায়, সেখানে স্পাইকের সময় রাহুলের ব্যাট ও প্যাডের মাঝে বেশ খানিকটা ব্যবধান দেখা যায়। তবে স্পাইকের সময় ও ফ্রেমের সময়ের মধ্যে কি কিছু গড়মিল ছিল? রাহুলের প্রতিক্রিয়া অন্তত তেমনটাই ইঙ্গিত করছিল।
A decision that got everyone talking! 😳
OUT or NOT OUT? What’s your take on #KLRahul‘s dismissal? 👀
📺 #AUSvINDOnStar 👉 1st Test, Day 1, LIVE NOW! #AUSvIND #ToughestRivalry pic.twitter.com/r4osnDOLyG
— Star Sports (@StarSportsIndia) November 22, 2024
তারকা ভারতীয় ব্যাটার তো কার্যত পরের বল খেলার জন্য স্ট্রাইক অবধি নিয়ে ফেলেছিলেন। তখনই তৃতীয় আম্পায়ার তাঁকে আউট দেন। এই সিদ্ধান্তে মাঝ ক্রিজ়ে দাঁড়িয়ে থাকা রাহুল অবাক হয়ে যান। এরপরেই শান্ত মেজাজের রাহুলকেও আম্পায়ারের পাশ দিয়ে যাওয়ার সময় বেশ কিছু বলতে বলতে মাঠ ছাড়তে দেখা যায়।
— Nihari Korma (@NihariVsKorma) November 22, 2024
ধারাভাষ্যকার মার্ক নিকোলাসকে এই বিষয়ে বলতে শোনা যায়, ‘আমার মনে স্টাম্প মাইক কিছু একটা হয়েছে। রিপ্লেটা দেখার পর এই সিদ্ধান্ত বদলের জন্য যথেষ্ট প্রমাণ ছিল অন্তত আমি নিশ্চিত নই। তবে ইংল্যান্ডের তৃতীয় আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ সেটাই করলেন। ওই কোণ থেকে, সত্যি বলতে ফ্রেমগুলো ম্যাচ হচ্ছে না।’ রাহুলকে লড়াকু ২৬ রান করে মাঠ ছাড়তে দেখা যায়। শেষমেশ প্রথম ইনিংসে ১৫০ রানেই অল আউট হয়ে যায় ভারতীয় দল।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: কোচবিহার ট্রফিতে সহবাগ-পুত্রের ডাবল সেঞ্চুরি, আকাশের শতরানে সৌরাষ্ট্রের বিরুদ্ধে জয়ের পথে বাংলা!
আরও দেখুন