NOW READING:
KL Rahul-Athiya Shetty: সংস্কৃত শব্দচয়নে মেয়ের ১৮ অক্ষরের নাম! সেলেব কাপল রাহুল-আথিয়া জানালেন মানেও
April 18, 2025

KL Rahul-Athiya Shetty: সংস্কৃত শব্দচয়নে মেয়ের ১৮ অক্ষরের নাম! সেলেব কাপল রাহুল-আথিয়া জানালেন মানেও

KL Rahul-Athiya Shetty: সংস্কৃত শব্দচয়নে মেয়ের ১৮ অক্ষরের নাম! সেলেব কাপল রাহুল-আথিয়া জানালেন মানেও
Listen to this article


জ়ি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আইপিএলের (IPL 2025) প্রথম সপ্তাহে ফুটফুটে কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন টিম ইন্ডিয়ার স্টার ক্রিকেটার কেএল রাহুল ও তাঁর অভিনেত্রী স্ত্রী আথিয়া শেট্টি (KL Rahul-Athiya Shetty)।

এবার রাহুল-আথিয়া তাঁদের সন্তানের নামকরণ করলেন। সংস্কৃতি শব্দচয়নে মেয়ের ১৮ অক্ষরের নাম রেখেছেন তাঁরা। ইনস্টাগ্রাম স্টোরিতে মেয়ের নাম জানিয়ে তার মানেও বলে দিলেন সেলেব বাবা-মা। রাহুল-আথিয়ার ফুটফুটে একরত্তির নাম- এভরা বিপুলা রাহুল (Evaarah Vipula Rahul)। 

আরও পড়ুন: লিগের মাঝেই দলবদল, মুম্বইয়ের ঘর ভাঙলেন ধোনিরা? তরুণের অবিশ্বাস্য স্যালারি!

আথিয়া তাঁর ইনস্টাগ্রামে লিখেছেন যে, সংস্কৃত ভাষা থেকে উৎপত্তি হওয়া এভরা শব্দের অর্থ ঈশ্বরের উপহার, অন্যদিকে তাঁর দিদার সম্মানে নামের মাঝে বিপুলা রাখা হয়েছে। এবং মেয়ের নামের শেষ শব্দটি বাবার নামেই। ১৮ এপ্রিল, আজ রাহুলের ৩২ বছরে পা দিলেন। বিশেষ দিনেই মেয়ের নাম জানালেন আথিয়া।

রাহুল তাঁর সন্তানের জন্মের জন্য মরসুমের শুরুতে আইপিএলের প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের হয়ে অনুপস্থিত ছিলেন। গত ২৪ মার্চ ইনস্টাগ্রামে সুখবর শেয়ার করেছিলেন এই জুটি। ২০২৪ সালে, বর্ডার-গাভাস্কার ট্রফির ঠিক আগেই, নভেম্বরে আথিয়া তাঁর গর্ভাবস্থার ঘোষণা করেছিলেন।

২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের হয়ে বেশ কয়েকটি ম্যাচজয়ী ইনিংস খেলেছিলেন রাহুল, এবং ভারতের খেতাব জয়েরই এক কারিগর ছিলেন। রাহুল তাঁর নতুন ফ্র্যাঞ্চাইজির হয়েও দারুণ ফর্মে আছেন। রাহুল একা হাতেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে জিতিয়ে ছিলেন। এবং উদযাপনের স্টাইলে বুঝিয়ে দিয়েছিলেন যে, এম চিন্নাস্বামী স্টেডিয়ামে তাঁরই মাঠ।

আরও পড়ুন: ‘শুতে চাই’…যশস্বীদের সতীর্থ এখন লিঙ্গ বদলে নারী, ক্রিকেটাররাই পাঠাচ্ছেন নগ্ন ছবি!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 





Source link