NOW READING:
ইডেনে ম্যাচ দেখে রাতে বাড়ি ফেরা নিয়ে দুশ্চিন্তা? স্বস্তির খবর ক্রিকেটপ্রেমীদের জন্য
April 2, 2025

ইডেনে ম্যাচ দেখে রাতে বাড়ি ফেরা নিয়ে দুশ্চিন্তা? স্বস্তির খবর ক্রিকেটপ্রেমীদের জন্য

ইডেনে ম্যাচ দেখে রাতে বাড়ি ফেরা নিয়ে দুশ্চিন্তা? স্বস্তির খবর ক্রিকেটপ্রেমীদের জন্য
Listen to this article


কলকাতা: ইডেন গার্ডেন্সে (Eden Gardens) কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদের (KKR vs SRH) ম্যাচ দেখার টিকিট কেটে ফেলেছেন । অথচ দুশ্চিন্তা রাতে বাড়ি ফেরা নিয়ে?

বাংলার ক্রিকেটপ্রেমীদের জন্য স্বস্তির খবর দিল মেট্রো রেল । জানিয়ে দিল, বৃহস্পতিবার ইডেনে গতবারের দুই ফাইনালিস্ট দলের ম্যাচের পর বিশেষ পরিষেবা দেবে মেট্রো । 

মেট্রো রেল সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞপ্তি দিয়ে জানাল, ব্লু লাইনে এসপ্ল্যানেড থেকে দক্ষিণেশ্বরগামী শেষ ট্রেন ছাড়বে রাত ১২টায় । সেই ট্রেন দক্ষিণেশ্বরে পৌঁছবে রাত ১২.৩৩-এ । ব্লু লাইনে এসপ্ল্যানেড থেকে কবি সুভাষগামী শেষ ট্রেন ছাড়বে রাত ১২টায় । সেই ট্রেন কবি সুভাষ স্টেশনে পৌঁছবে রাত ১২.৩৩-এ । গ্রিন লাইন টুয়ে এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দানগামী শেষ মেট্রো ছাড়বে রাত ১২টায় । সেই ট্রেন হাওড়া ময়দান স্টেশনে পৌঁছবে রাত ১২.০৮-এ ।

এদিকে, পূর্ব রেলের তরফেও আইপিএলের ম্যাচের দিনগুলিতে থাকছে বিশেষ পরিষেবা । আগেই বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে যে, আইপিএলের ম্যাচের কথা মাথায় রেখে হাওড়া বিভাগে বিশেষ ট্রেন পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । দর্শকদের সুবিধার্থে হাওড়া বিভাগের পক্ষ থেকে একটি লোকাল ট্রেনের সময়সূচিতে সাময়িক পরিবর্তন আনা হয়েছে ।

 

জানানো হয়েছে, হাওড়া বিভাগের ৩৭২৯১ নম্বর হাওড়া-ব্যান্ডেল ইএমইউ লোকাল ট্রেনটির সময়সূচি নির্ধারিত সময়ের থেকে ১০ মিনিট পিছিয়ে দেওয়া হয়েছে । ফলে, ম্যাচের দিনগুলিতে এই ট্রেনটি রাত ১১টা ৪৫ মিনিটের পরিবর্তে রাত ১১টা ৫৫ মিনিটে হাওড়া স্টেশন থেকে ছাড়বে । এই বিশেষ ব্যবস্থা ৩ এপ্রিল, ২১ এপ্রিল, ২৬ এপ্রিল, ৭ মে, ২৩ মে ও ২৫ মে-তেও থাকছে বলে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে ৷ রেল কর্তৃপক্ষ জানিয়েছে, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনে আরও ট্রেন চালানোর বিষয়ে সিদ্ধান্ত নেবে । ইডেনে ম্যাচের দিনগুলিতে কলকাতার রাস্তায় যানজট একটি বড় সমস্যা । তাই পূর্ব রেলের এই বিশেষ ট্রেন পরিষেবা শুধু দর্শকদের সুবিধাই দেবে না, বরং শহরের যানজট কমাতেও সাহায্য করবে । 

আরও দেখুন





Source link