NOW READING:
কেকেআরের শক্তি আরও বাড়ল, সোমবারই শহরে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের দুই নায়ক
March 17, 2025

কেকেআরের শক্তি আরও বাড়ল, সোমবারই শহরে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের দুই নায়ক

কেকেআরের শক্তি আরও বাড়ল, সোমবারই শহরে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের দুই নায়ক
Listen to this article


সন্দীপ সরকার, কলকাতা: কলকাতা নাইট রাইডার্সের (KKR) বিদেশি ক্রিকেটারদের মধ্যে প্রাণভোমরা যদি হন আন্দ্রে রাসেল ও সুনীল নারাইন (Sunil Narine), তাহলে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে এই মহূর্তে সবচেয়ে বেশি আগ্রহ তৈরি হয়েছে তাঁদের নিয়ে। বরুণ চক্রবর্তী ও হর্ষিত রানা। দুজনই চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের অন্যতম নায়ক।

চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy) জিতে দেশে ফিরেছেন। তবে টানা ক্রিকেটের ধকল কাটানোর জন্য তাঁরা কলকাতায় কেকেআরের প্রস্তুতি শিবিরে যোগ দেননি। তাঁদের বাড়তি ছুটি দিয়েছিলেন কোচ চন্দ্রকান্ত পণ্ডিত (Chandrakant Pandit)।

কেকেআর জনতা অবশ্য হা পিত্যেশ করে বসেছিল, কবে শহরে আসছেন বরুণ ও হর্ষিত। একজন ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের অন্যতম নায়ক। আর একজন যখনই সুযোগ পেয়েছেন, নিজেকে প্রমাণ করে চলেছেন।

তবে নাইট ভক্তরা উচ্ছ্বসিত হয়ে উঠবেন, এমন খবরই জানা গেল সোমবার। এদিনই কলকাতায় পৌঁছে যাচ্ছেন দুই তারকা। রাত সাড়ে আটটা নাগাদ কলকাতায় চলে আসার কথা হর্ষিতের। সেই হর্ষিত, যিতি গত আইপিএলে উইকেট নিয়ে ব্যাটারের দিকে চুম্বন ছুড়ে দিয়ে হইচই ফেলে দিয়েছিলেন। রাত সাড়ে এগারোটায় চলে আসার কথা বরুণের।

দুজনকে নিয়েই ইতিবাচক পণ্ডিত। বলছিলেন, ‘বরুণ ও হর্ষিত শুধু ভারতের হয়ে ভাল খেলছে তা নয়, কেকেআরের হয়েও ভাল খেলেছে। এছাড়া দলে আরও ভাল ক্রিকেটার রয়েছে। সুনীল নারাইনের কথা ভুলে গেলে চলবে না। আমি নিশ্চিত আন্তর্জাতিক মঞ্চের আত্মবিশ্বাস ওরা এখানেও সঙ্গে নিয়ে আসবে।’

আরও পড়ুন: চোটের জন্য কেরিয়ার শেষ হতে বসেছিল, অলৌকিকভাবে কেকেআরে সুযোগ পেয়ে কী বলছেন সাকারিয়া?

সোমবার সন্ধ্যায় ইডেনে নিজেদের মধ্যে দল গড়ে প্রস্তুতি ম্যাচ খেলল কেকেআর। কোচ পণ্ডিত বলছেন, ‘আমরা মুম্বইয়ের প্রস্তুতি শিবিরে ও এখানকার প্র্যাক্টিসে পরিকল্পনা তৈরি করছি। ডিজে-র সঙ্গে কথা হচ্ছে। তবে সেটা এখন আমাদের মধ্যেই রাখতে চাই। প্রথম ম্যাচ থেকেই নিজেদের সর্বস্ব উজাড় করে দিতে চাই।’

আরও বলেছেন, ‘আমাদের দলের মূল গ্রুপটা একই আছে। সাপোর্ট স্টাফ কয়েকজন পাল্টালেও যারা এসেছে তারা সকলেই অভিজ্ঞ। প্রত্যেকেই প্রচুর ক্রিকেট খেলেছে। মানিয়ে নিতে কারও সমস্যা হবে না। গত মরশুমে মাঠে ও মাঠের বাইরে যে আবহ ছিল, সেটাই ধরে রাখতে চাই। খুব একটা কঠিন নয় সেটা। অজিঙ্ক প্রচুর ক্রিকেট খেলেছে। ভারতকে নেতৃত্ব দিয়েছে। দারুণ অভিজ্ঞতা। বেঙ্কটেশ অনেকদিন ধরে রয়েছে। সকল ক্রিকেটারই ভাল।’

আরও পড়ুন: ইডেনে আইপিএলের উদ্বোধন ও কেকেআর বনাম আরসিবি ম্যাচ ভেস্তে যেতে পারে? তৈরি হল বড় আশঙ্কা

আরও দেখুন



Source link

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal