NOW READING:
চোটে মরশুম শুরুর আগেই ছিটকে গেলেন কেকেআরের তারকা পেসার, পরিবর্তে কে এলেন?
March 16, 2025

চোটে মরশুম শুরুর আগেই ছিটকে গেলেন কেকেআরের তারকা পেসার, পরিবর্তে কে এলেন?

চোটে মরশুম শুরুর আগেই ছিটকে গেলেন কেকেআরের তারকা পেসার, পরিবর্তে কে এলেন?
Listen to this article



<p style="text-align: justify;"><strong>কলকাতা:</strong> তিনি কবে আসবেন, তা নিয়ে সোশ্য়াল মিডিয়ায় প্রশ্নের পাহাড় তৈরি হয়েছিল। কিন্তু কেকেআর সমর্থকদের জন্য সত্যিই খারাপ খবর। উমরান মালিককে এই মরশুমে আর পাবে না <a title="কলকাতা নাইট রাইডার্স" href="https://bengali.abplive.com/topic/kolkata-knight-riders" data-type="interlinkingkeywords">কলকাতা নাইট রাইডার্স</a>। ঘণ্টায় দেড়শো কিলোমিটারের বেশি গতিতে বল করে নজর কেড়েছিলেন উমরান। গত নিলাম থেকে তাঁকে দলে নিয়েছিল কেকেআর। কিন্তু চোটের জন্য নাইট জার্সিতে ইডেনে গতির ঝড় তোলা আর হচ্ছে না উমরানের। এর আগে ২০২১-২০২৪ পর্যন্ত সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে খেলেছিলেন। দেশের হয়ে খেলেছেন কয়েকটি ম্য়াচ। কিন্তু ধারাবাহিকতা না থাকায় বাদ পড়তে হয় উমরানকে।</p>
<p style="text-align: justify;">এদিকে উমরানের পরিবর্ত হিসেবে কেকেআর শিবিরে যোগ দিচ্ছেন চেতন সাকারিয়া। তাঁকে ৭৫ লক্ষ টাকা দিয়ে দলে নিয়েছে <a title="কেকেআর" href="https://bengali.abplive.com/topic/kkr" data-type="interlinkingkeywords">কেকেআর</a>। এখনও পর্যন্ত আইপিএলে ১৯টি ম্য়াচ খেলেছেন সাকারিয়া। মূলত রাজস্থান রয়্যালসের জার্সিতেই আইপিএলে খেলেছেন তিনি। দেশের জার্সিতে একটি ওয়ান ডে ও দুটো টি-টোয়েন্টি ম্য়াও খেলেছিলেন সাকারিয়া। <a title="আইপিএল" href="https://bengali.abplive.com/topic/ipl" data-type="interlinkingkeywords">আইপিএল</a>ে ২০ উইকেট ঝুলিতে পুরেছেন। গত রঞ্জির সময় থেকেই চোটের জন্য ভুগছিলেন। এরপর গোড়ালির চোট পান গত মরশুমে। কিন্তু কেকেআর ভরসা রেখেছিল তাঁর ওপর। তিনি নিজেও জানিয়েছিলেন যে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কেকেআরের জার্সিতে নামার জন্য মুখিয়ে আছেন। কিন্তু সেই স্বপ্নপূরণ হল না তাঁর।</p>
<p style="text-align: justify;">নতুন মরশুমের জন্য অজিঙ্ক রাহানেকে অধিনায়ক করেছে কেকেআর। মুম্বইয়ের অভিজ্ঞ ক্রিকেটার দায়িত্ব নিয়েই জানিয়ে দিলেন যে, তিনি যে কেকেআরের অধিনায়ক হবেন, সে ব্যাপারে কোনও ইঙ্গিতই ছিল না।</p>
<p style="text-align: justify;">আইপিএল নিলামের প্রথম দিন অবিক্রীত ছিলেন রাহানে। দ্বিতীয় দিন তাঁকে বেস প্রাইস দেড় কোটি টাকায় কেনে কেকেআর। তাঁর হাতেই এখন নেতৃত্বের ব্যাটন। প্রথম থেকেই কি বলা হয়েছিল তিনি কেকেআরের অধিনায়ক হবেন?</p>
<p style="text-align: justify;">রাহানে বলছেন, ‘আমি কিছুই জানতাম না। ঘরোয়া ক্রিকেট খেলার সময় সাংবাদিকদের থেকেই নেতৃত্ব নিয়ে প্রশ্ন শুনছিলাম। আমার লক্ষ্য ছিল মুম্বইয়ের হয়ে সেরাটা দেওয়া। আমার কাছে এই দায়িত্ব সম্মানের। দারুণ সব ক্রিকেটার খেলেছে এই দলে। সকলের কাজ হল নিজের সেরা দেওয়া। বেশি দূরের কথা ভাবছি না। মুম্বইয়ে দারুণ শিবির হয়েছে। সকলে নিজের সেরাটা দেবে, সেটাই চাই। দারুণ দল, একটা একটা করে ম্যাচ ধরে এগোব।'</p>
<p style="text-align: justify;">ইডেন হবে রাহানের হোমগ্রাউন্ড। আগেও কেকেআরে খেলেছেন। রাহানের কথায়, ‘ইডেনে খেলতে সব সময় দারুণ লাগে। সমর্থকদের আবেগ, প্রাণশক্তি দুর্দান্ত। ভাল ফ্র্যাঞ্চাইজির কাজই হল ক্রিকেটারদের পাশে থাকা। সেটা কেকেআর করে। ইডেনে অনেক ম্যাচ খেলেছি। দারুণ আবহ।'</p>



Source link