কলকাতা: নতুন মরশুম, নতুন উদ্দীপনা, তবে চিরাচরিত প্রতিদ্বন্দ্বী। আজ কলকাতা নাইট রাইডার্স এবং ব়য়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Kolkata Knight Riders vs Royal Challengers Bengaluru) ম্যাচ দিয়ে শুরু হচ্ছে আইপিএলের ১৮তম সংস্করণ। একদিকে গত বারের চ্যাম্পিয়ন কেকেআর যেখানে নিজেদের ধারাবাহিকতা বজায় রাখার প্রচেষ্টায়। সেখানে আরসিবি আবারও একবার নিজেদের প্রথম আইপিএল খেতাব জয়ের খোঁজে শুরুটা ভালভাব করতে বদ্ধপরিকর। আইপিএলের (IPL 2025) ‘এল প্রিমেরো’-তে মুখ্য ভূমিকায় কাদের দেখা যাবে? দুই দলের হয়ে কোন ক্রিকেটাররা মাঠে নামবেন?
কেকেআর নিজেদের ছয় রিটেনশনের মাধ্য়মে গত বারের দলের সিংহভাগ তারকাদের ধরে রাখার চেষ্টা করেছে। উপরন্তু, বেঙ্কটেশ আইয়ারকে রিটেন না করলেও, দলের ইতিহাসে দ্বিতীয় সবথেকে দামি ক্রিকেটার হিসাবে তিনি আবার কেকেআরেই ফিরেছেন। তাই মোটামুটি এই সাত ক্রিকেটারের এ বারের অন্তত প্রথম ম্যাচ খেলা নিশ্চিত। বাকি পড়ে রইল চারটি স্থান।
কেকেআরের ক্ষেত্রে দলের সবথেকে পরিচিত মুখ, দুই ক্যারিবিয়ান তারকা সুনীল নারিন ও আন্দ্রে রাসেল দলের ভিত। নারিনকে ফের একবার ওপেনিংয়ে দেখতে পাওয়ার সম্ভাবনা প্রবল। গত বারের মতো ফিল সল্টকে তাঁর সঙ্গে ওপেনিংয়ে নামতে দেখা না গেলেও, আরেক বিদেশি বিধ্বংসী কিপার-ব্যাটার নারিনের সঙ্গে ওপেনিংয়ে জুটি বাঁধতে চলেছেন বলেই মনে করা হচ্ছে। তিনি কুইন্টন ডি কক। তিন ও চার নম্বরে এবারের অধিনায়ক অজিঙ্ক রাহানে এবং বেঙ্কটেশ আইয়ারের মধ্যে অদল বদল হতে পারে। এরপরে ব্যাটিংয়ে ইমপ্যাক্ট ক্রিকেটার হিসাবে অঙ্গকৃষ রঘুবংশীকে দেখা যেতে পারে। এরপর ব্যাটিং অর্ডারে ফিনিশারের ভূমিকায় দেখা মিলবে দুই পরিচিত মুখ রাসেল ও রিঙ্কুর। ফিনিশিং টাচ দেওয়ার জন্য রমনদীপ সিংহকেই দেখা যেতে পারে।
বোলিং বিভাগে বরুণ চক্রবর্তী দলের প্রথম নামগুলির একটি। তাঁকে সঙ্গ দেবেন গত বারের দুই তরুণ ভারতীয় ফাস্ট বোলিং জুটি বৈভব আরোরা এবং হর্ষিত রানা। এছাড়া বিদেশি ফাস্ট বোলার হিসাবে এনরিক নখিয়াকে দেখা যেতে পারে। যদিও নাইটদের কাছে দুই ডান হাতি ফাস্ট বোলারের সঙ্গে বৈচিত্র হিসাবে বাঁ-হাতি অজ়ি স্পেনসার জনসনকে খেলানোর বিকল্পও রয়েছে বটে।
কেকেআরের সম্ভাব্য একাদশ:-
কুইন্টন ডি কক, সুনীল নারিন, বেঙ্কটেশ আইয়ার, অজিঙ্ক রাহানে (অধিনায়ক), রিঙ্কু সিংহ, আন্দ্রে রাসেল, রমনদীপ সিংহ, এনরিক নখিয়া, হর্ষিত রানা, বৈভব আরোরা, বরুণ চক্রবর্তী
আরও দেখুন