মুম্বই: আইপিএলের খেলোয়াড় রিটেনশন থেকে ইমপ্যাক্ট খেলোয়াড়, টুর্নামেন্টের ভবিষ্যৎ সংক্রান্ত একাধিক বিষয়ে আলোচনার জন্য ফ্র্যাঞ্চাইজির মালিকদের সঙ্গে বৈঠকে বসেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই বৈঠকেই তুলকালাম! ঝামেলায় জড়ালেন শাহরুখ খান ও নেস ওয়াদিয়া?
খবর অনুযায়ী, এই বৈঠক চলাকালীনই তর্কবিতর্কে জড়ান কেকেআরের মালিক শাহরুখ খান (Shah Rukh Khan) ও পাঞ্জাব কিংসের মালিক নেস ওয়াদিয়া (Ness Wadia)। শাহরুখ বৈঠকে মেগা নিলামের প্রসঙ্গ উঠলে তিনি স্পষ্ট জানিয়ে দেন যে তিনি সম্পূর্ণভাবে মেগা নিলামেরই বিপক্ষে। একান্তই মেগা নিলাম হলেও, রিটেনশন সংখ্যাটা যেন যথেষ্ট পরিমাণ হয়, তেমনই দাবি জানান শাহরুখ। কিন্তু সেই তত্ত্বের সম্পর্ণ ভিন্ন মত পোষণ করেন নেস। ফলে দুইজনের বৈঠক চলাকালীন একসময় প্রবল তর্কাতর্কি বেঁধে যায়।
কেকেআর গোটা মরশুম জুড়েই দাপট দেখানোর পর এবারের আইপিএল ট্রফি জিতে নিয়েছে। তাই স্বাভাবিকভাবেই বিজয়ী দলের সিংহভাগ খেলোয়াড়দের দলের সঙ্গেই ধরে রাখতে আগ্রহী তিনি। এ বছরে আইপিএলের ফাইনালিস্ট সানরাইজার্স হায়দরাবাদের কর্নধার কাব্য মারানও শাহরুখের পক্ষেই কথা বলেন। অপরদিকে, পাঞ্জাব কিংস লিগ তালিকায় নবম স্থানে শেষ করেন।
এই বিষয়ে তর্কাতর্কির খবর সোজাসাপ্টাভাবে না বললেও এই ঘটনা যে ঘটেছে, তা দিল্লি ক্যাপিটালসের কর্নধার পার্থ জিন্দালের কথাতেই স্পষ্ট। বৈঠকের পর তিনি জানান, ‘কয়েকজন দাবি জানান যে কোনও মেগা নিলামেরই কোন প্রয়জন নেই। শুধু ছোট ছোট নিলামের আয়োজন করা হোক। আমি তো এটা শুনে অবাক হয়ে গিয়েছিলাম। আমি ওই পক্ষে নই। আমার মতে মেগা নিলাম সকলকে সমান স্তর থেকে আবারও শুরু করার সুযোগ দেয়। সবার জন্যই এটা ভাল। এরজন্যই আইপিএল আজ এখানে। আইপিএলের প্রতিদ্বন্দ্বিতা বাড়ায়।’
এই বৈঠকে আইপিএল থেকে বিদেশি খেলোয়াড়দের নাম তুলে নেওয়ার প্রসঙ্গও উঠে আসে। ফ্র্যাঞ্চাইজিরা এই বিষয়ে নালিশ করে কড়া শাস্তি থেকে খেলোয়াড়দের নির্বাসিত পর্যন্ত করার দাবি তোলেন। অতীতে জেসন রয়, ওয়ানিন্দু হাসারাঙ্গারা নিলামে কম দাম পাওয়ার পর আইপিএল থেকে সরে দাঁড়িয়েছিলেন। এই ঘটনা ভবিষ্যতে যেন না ঘটে, সেই বিষয়ে তৎপর ফ্র্যাঞ্চাইজিরা। এই মাসের শেষের দিকেই আইপিএলের সমস্ত নিয়মাবলী জানান হতে পারে বলে খবর।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: ২০২৫ সালের আইপিএল মেগা নিলামের আগে সোশ্যাল মিডিয়ায় RCB-কে আনফলো, দল ছাড়ছেন ম্যাক্সওয়েল?
আরও দেখুন