জ়ি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইডেন গার্ডেন্সে মঙ্গলবার, আজ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL) ২১ নম্বর ম্যাচে অজিঙ্ক রাহানের কলকাতা নাইট রাইডার্স (KKR) এর মুখোমুখি হয়েছিল ঋষভ পন্থের লখনউ সুপার জায়ান্টস (LSG)। স্কোরবোর্ড বলছে যে, লখনউয়ের বিরাট রান তাড়া করে কলকাতা মাত্র ৪ রানে হেরে গেল! তবে লেখা থাকবে না যে, এদিন কেকেআর দুরন্ত লড়েও একটুর জন্য জিততে পারল না!
আরও পড়ুন: ইডেনে হাড়হিম ‘পুরান’ কাহিনি ! কমলা টুপির মালিক এখন দ্বিতীয় দ্রুততম…
এদিন রাহানে টস জিতে ঋষভদের ব্যাট করতে পাঠিয়ে ছিলেন। লখনউ ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৩৮ রান তোলে। ব্যাট হাতে ক্রিকেটের নন্দনকাননে দুরন্ত অবদান রাখলেন আইডেন মাক্রম (Aiden Markram) (২৮ বলে ৪৭), মিচেল মার্শ (Mitchell Marsh) (৪৮ বলে ৮১) ও নিকোলাস পুরান (Nicholas Pooran) (৩৬ বলে অপরাজিত ৮৭)। কলকাতার হয়ে দু’উইকেট হর্ষিত রানার, এক উইকেট আন্দ্রে রাসেলের।
এদিন রাহানে টস জিতে ঋষভদের ব্যাট করতে পাঠিয়ে ছিলেন। লখনউ ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৩৮ রান তোলে। ব্যাট হাতে ক্রিকেটের নন্দনকাননে দুরন্ত অবদান রাখলেন আইডেন মাক্রম (Aiden Markram) (২৮ বলে ৪৭), মিচেল মার্শ (Mitchell Marsh) (৪৮ বলে ৮১) ও নিকোলাস পুরান (Nicholas Pooran) (৩৬ বলে অপরাজিত ৮৭)। কলকাতার হয়ে দু’উইকেট হর্ষিত রানার, এক উইকেট আন্দ্রে রাসেলের।
লখনউয়ের জবাবে কুইন্টন ডি কক (১৫) ও সুনীল নারিন (৩০) কলকাতার হয়ে শুরুটা ভালোই করেছিলেন। তিনে নেমে অধিনায়ক রাহানে (৩৫ বলে ৬১) ও চারে এসে ভেঙ্কটেশ আইয়ার (২৯ বলে ৪৫) ঝোড়ো ক্রিকেটে ইডেন মাতিয়ে দিয়েছিলেন। তবে রমনদীপ সিং, অঙ্গকৃষ রঘুবংশী ও আন্দ্র রাসেল ডাঁহা ফেল করেন। আটে নেমে রিঙ্কু সিং কেকেআরকে স্বপ্ন দেখাতে শুরু করেছিলেন। শেষ ৬ বলে কলকাতার জয়ের টার্গেট ছিল ২৪। রিঙ্কুর চার-ছক্কায় শেষ পর্যন্ত ১৯ রান উঠেছিল। কিন্তু রিঙ্কুর লড়াই কাজে এল না। ২৩৮ রানের জবাবে কেকেআর থামল ২৩৪ রানে!
আরও পড়ুন: সুপারমার্কেটে মহিলার সঙ্গেই অজি তারকার…! ভাইরাল ভিডিয়ো আসতেই শুরু তুমুল বিতর্ক
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)