কলকাতা: দশ বছরের অপেক্ষার অবসান ঘটেছে। ২০১৪ সালের পর ফের একবার আইপিএল ট্রফি জিতেছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। সানরাইজার্স হায়দরাবাদকে ফাইনালে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন শ্রেয়স আইয়াররা (Shreyas Iyer)। তবে ট্রফি জয়ের আনন্দ কলকাতার ক্রিকেটপ্রেমীদের সঙ্গে ভাগ করে নিতে পারেনি কেকেআর। সেই সময় লোকসভা নির্বাচন চলছিল। কেন্দ্রীয় নির্বাচন কমিশন আপত্তি জানানোয় তাই শহরে এসে সেলিব্রেশনের পরিকল্পনা বাতিল করতে হয়েছিল নাইট কর্তৃপক্ষকে। যে খবর প্রথম লিখেছিল এবিপি আনন্দ।
তবে আইপিএল (IPL 2024) খেতাব জেতার প্রায় ২ মাস পর, কলকাতায় একটি সেলিব্রেশনের পরিকল্পনা করছে কেকেআর। ইডেন গার্ডেন্সে (Eden Gardens) হতে পারে ট্রফি জয়ের সেই উৎসব। এ ব্যাপারে প্রাথমিকভাবে সিএবি (CAB) কর্তাদের জানিয়েও রেখেছে কেকেআর। সব কিছু ঠিকঠাক চললে ২৩ জুলাই, মঙ্গলবার হতে পারে কেকেআরের সেই সেলিব্রেশন।
শোনা যাচ্ছে, কেকেআরের সেই সেলিব্রেশনে থাকবেন স্বয়ং কিংগ খান। শাহরুখের সঙ্গে কলকাতায় আসতে পারেন কেকেআরের অন্যতম মালকিন জুহি চাওলাও। সঙ্গে হয়তো শাহরুখ-গৌরীর তিন সন্তান – আরিয়ান, সুহানা ও আব্রাম। ট্রফি নিয়ে গোটা মাঠ প্রদক্ষিণ করতে পারেন নাইট মালিক ও ক্রিকেটারেরা।
তবে গৌতম গম্ভীর, যিনি মেন্টর হিসাবে দায়িত্ব নিয়ে গোটা দলের খোলনলচে বদলে দিয়েছিলেন, তিনি থাকবেন কি? নিশ্চিত নয় কেকেআর কর্তৃপক্ষ। কারণ, গম্ভীর এখন ভারতের জাতীয় দলের কোচ। কেকেআরের মেন্টর হিসাবে যাঁর সাফল্য টিম ইন্ডিয়ার দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে তাঁকে আরও এগিয়ে দিয়েছিল। আইপিএল ফাইনালের পর চেন্নাইয়েই গৌতির সঙ্গে এক প্রস্থ আলোচনা সেরে রেখেছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ। তারপর ৯ জুলাই, মঙ্গলবার ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হয় যে, গম্ভীরই ভারতীয় দলের হেড কোচ হিসাবে রাহুল দ্রাবিড়ের স্থলাভিষিক্ত হচ্ছেন। জুলাই মাসের শেষে শ্রীলঙ্কা সফরই কোচ গম্ভীরের প্রথম সিরিজ হতে চলেছে।
জাতীয় দলের কোচ হয়ে যাওয়ায় আইপিএলে প্রাক্তন দলের ট্রফি জয়ের সেলিব্রেশনে গম্ভীরের না থাকাটাই স্বাভাবিক। কলকাতার ক্রিকেটপ্রেমীরা অবশ্য শ্রেয়স আইয়ার-রিঙ্কু সিংহদের ট্রফি নিয়ে ইডেন প্রদক্ষিণ দেখার অপেক্ষা শুরু করে দিয়েছেন।
আরও পড়ুন: গোল করে নতুন রেকর্ড মেসির, কানাডাকে ২-০ উড়িয়ে কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্তিনা
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও দেখুন