# Tags
#Blog

আইপিএলের আগেই ক্রিকেটপ্রেমীদের চমক দিতে চলেছে কেকেআর

আইপিএলের আগেই ক্রিকেটপ্রেমীদের চমক দিতে চলেছে কেকেআর
Listen to this article


কলকাতা: দীর্ঘ দশ বছরের খরা কাটিয়ে ট্রফি জিতেছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। তৃতীয় আইপিএল ট্রফি ঢুকেছে শাহরুখ খান, জুহি চাওলাদের শিবিরে। ২০১২ ও ২০১৪ – তিন বছরের মধ্যে কেকেআরকে দুবার আইপিএলে চ্যাম্পিয়ন করেছিলেন গৌতম গম্ভীর। শ্রেয়স আইয়ারের নেতৃত্বে এসেছে তৃতীয় ট্রফি। ঘটনাচক্রে, কেকেআরের (KKR) তৃতীয় ট্রফি জয়ের সময় দলের মেন্টর গৌতম গম্ভীর।

তবে কেকেআর আইপিএল চ্যাম্পিয়ন হলেও ট্রফি দর্শন হয়নি কলকাতার ক্রিকেটপ্রেমীদের। চেন্নাইয়ের ফাইনালে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে ট্রফি জিতেছিল কেকেআর। তবে সেই সময় লোকসভা নির্বাচন চলছিল এবং চ্যাম্পিয়ন হওয়ার পর কেকেআরের ট্রফি নিয়ে কলকাতা ভ্রমণের পরিকল্পনাও বাতিল করতে হয় নির্বাচন কমিশন আপত্তি জানানোয়।

এবার সেই স্বাদ পেতে চলেছেন কলকাতার ক্রিকেটপ্রেমীরা। আইপিএল শুরুর আগে সমস্ত কেকেআর প্রেমীদের ট্রফি-দর্শন করাতে চায় নাইট শিবির। সেই কারণে ট্রফি নিয়ে বিশেষ ট্যুরের পরিকল্পনা সেরে ফেলল কলকাতা নাইট রাইডার্স।

কেকেআরের সামনে এবার খেতাব রক্ষার লড়াই। গতবারের ট্রফি জয়ী হিসাবে খেলতে নামবে কেকেআর। এবার আইপিএলের ওপেনিং ও ফাইনালও কলকাতায়। ইডেন গার্ডেন্সে। তবে আইপিএল শুরুর অনেক আগে থেকেই গোটা দেশে টুর্নামেন্টের আঁচ ছড়িয়ে দিতে প্রস্তুত কেকেআর। সেই কারণে ট্রফি নিয়ে গোটা দেশে পরিক্রমার পরিকল্পনা নেওয়া হয়েছে।

এর আগে আইপিএলের কোনও দল এভাবে গোটা দেশে ট্রফি ঘোরায়নি। সেদিক থেকে দেখতে গেলে নজির তৈরি করতে চলেছে কেকেআর। ৯ শহরে ট্রফি দেখার সুযোগ পাওয়া যাবে। শুরু হবে ১৪ ফেব্রুয়ারি গুয়াহাটি থেকে।

কেকেআরের গ্রুপ সিএমও বিন্দা দে বলেছেন, ‘গত মরশুমে ট্রফি জেতার পর কিছু কারণে শহরে সেলিব্রেট করতে পারিনি। সেই কারণে এই উদ্যোগ।

আরও পড়ুন: বয়সকে তুড়ি মেরে উড়িয়ে ম্যাচ জিতিয়ে চলেছেন, কলকাতা ময়দানে হইচই পুলককে নিয়ে

কবে-কোথায় দেখতে পাবেন কেকেআরের ট্রফি

১৪ ফেব্রুয়ারি – গুয়াহাটি সিটি সেন্টার মল

১৬ ফেব্রুয়ারি – ভুবনেশ্বর নেক্সাস এসপ্ল্যানেড মল

২১ ফেব্রুয়ারি – জামশেদপুর, পি অ্যান্ড এম হাই টেক মল

২৩ ফেব্রুয়ারি – রাঁচি জেডি হাই স্ট্রিট মল

২৮ ফেব্রুয়ারি – গ্যাংটক ওয়েস্ট পয়েন্ট মল

২ মার্চ – শিলিগুড়ি সিটি সেন্টার মল

৭ মার্চ – পটনা সিটি সেন্টার মল

৯ মার্চ – দুর্গাপুর জংশন মল

১২ মার্চ – কলকাতা সিটি সেন্টার মল

১৬ মার্চ – কলকাতা সাউথ সিটি মল

আরও পড়ুন: আইপিএল শুরুর আগে বিরাট ধাক্কা মুম্বই ইন্ডিয়ান্সের, ছিটকে গেলেন তরুণ ক্রিকেটার

আরও দেখুন



Source link

Shubman Gill | India vs England 3rd ODI: সপ্তম ODI শতরান শুভমন গিলের, সহ-অধিনায়ক ভাঙলেন রেকর্ডের পর রেকর্ড…

Shubman Gill | India vs England 3rd

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal