# Tags
#Blog

দ্বিতীয় দিনের শুরুতেই দর হাঁকাল কেকেআর, ওয়েস্ট ইন্ডিজ় অধিনায়ক যোগ দিলেন দলে

দ্বিতীয় দিনের শুরুতেই দর হাঁকাল কেকেআর, ওয়েস্ট ইন্ডিজ় অধিনায়ক যোগ দিলেন দলে
Listen to this article


জেড্ডা: আইপিএল নিলামের (IPL Auction 2025) প্রথম দিনে প্রথম খেলোয়াড় কিনতে প্রায় সাড়ে তিন ঘণ্টা লাগিয়েছিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। দ্বিতীয় দিনে একেবারেই সময় নষ্ট করল না কেকেআর। রোভম্যান পাওয়েলকে (Rovman Powell) দলে নিল নাইট শিবির। আন্দ্রে রাসেল, সুনীল নারিনের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ় অধিনায়ককেও আসন্ন মরশুমে কেকেআরের জার্সিতেই দেখা যাবে। অন্য কেউ দর না হাঁকানোয় দেড় কোটি টাকার বেস প্রাইসেই তাঁকে দলে নিল কলকাতার ফ্র্যাঞ্চাইজি।

ওয়েস্ট ইন্ডিজ় অধিনায়ক পাওয়েল গত মরশুমে রাজস্থান রয়্যালসের অংশ ছিলেন। তবে রয়্যালসরা তাঁকে দলে রিটেন করেনি। নিলামে উঠেন তিনি। আর কোনও ফ্র্যাঞ্চাইজি তাঁর জন্য দর না হাঁকানোয় কেকেআর একবার দর হাঁকিয়েই দলে নিয়ে নেয় কেকেআর। আইপিএলে অতীতে রাজস্থান রয়্যালস এবং পরে দিল্লি ক্যাপিটালসের হয়ে মোট ২৬টি ম্যাচ খেলেছেন রোভম্যান। ১৪৭.৫৪ স্ট্রাইক রেটে ৩৬০ রান করেছেন তারকা অলরাউন্ডার। এবার ৩১ বছর বয়সি তারকাকে কেকেআরের হয়ে খেলতে দেখা যাবে।

 

গতকাল অবশ্য প্রথম খেলোয়াড় কিনতে সাড়ে তিন ঘণ্টা লাগিয়েছিল কেকেআর। তবে শুরুতেই ধামাকা। বেঙ্কটেশ আইয়ারকে ২৩ কোটি ৭৫ লক্ষ টাকায় বেঙ্কটেশ আইয়ারকে কিনেছিল কেকেআর। গত মরশুমে কেকেআরকে চ্যাম্পিয়ন করার অন্যতম কারিগর বেঙ্কটেশ। ব্যাট হাতে ১৪ ম্যাচে করেছিলেন ৩৭০ রান। ৪টি হাফসেঞ্চুরি, প্রায় ১৫৯ স্ট্রাইক রেট ছিল তাঁর। প্রবল দর কষাকষির পরেই তাঁকে দলে পয়েছিল নাইট শিবির।

মধ্য প্রদেশের অলরাউন্ডার টি-২০ ক্রিকেটে বেশ পরিচিত নাম। তাঁর ন্যূনতম দাম ছিল ২ কোটি টাকা। কেকেআরই তাঁকে নিয়ে দর হাঁকা শুরু করে। তারপরই আসরে নামে লখনউ সুপার জায়ান্টস। কেকেআর তাঁর জন্য ৭ কোটি ৭৫ লক্ষ টাকা দর দেয়। মনে করা হয়েছিল, সেই দামেই বেঙ্কিকে পেয়ে যাবে তাঁর পুরনো দল। কিন্তু নাটক জমিয়ে দেয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দর হাঁকতে শুরু করে বেঙ্কটেশের জন্য। শেষ পর্যন্ত ২৩ কোটি ৭৫ লক্ষ টাকায় তাঁকে কেনে কেকেআর।                  

আইপিএল নিলামের সমস্ত লাইভ আপডেট পেতে ক্লিক করুন এখানে… 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: ‘বাজেট পার হয়ে গিয়েছে!’ পন্থকে রেকর্ড অর্থে দলে নিয়ে প্রতিক্রিয়া লখনউ কর্নধারের 

আরও দেখুন





Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal