জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সৌদি আরবের জেদ্দায় দু’দিন ধরে চলল আইপিএল মেগা নিলাম (IPL 2025 Auction)। বাকি ৯ দলের মতোই কলকাতা নাইট রাইডার্সও (Kolkata Knight Riders) দল গুছিয়ে নিয়েছে। প্রথম দিন হাত গুটিয়ে থাকলেও দ্বিতীয় দিনে চালিয়েই খেলেছে শাহরুখ খানের (Shah Rukh Khan) আইপিএল টিম। নিলামের আগে সুনীল নারিন, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা ও রমনদীপ সিংকে ধরে রেখেছিল শাহরুখ খানের টিম। তবে তারা ছেড়ে দিয়েছিল ৬ ফুট ৪ ইঞ্চির স্টার অলরাউন্ডার ভেঙ্কটেশ আইয়ারকে (Venkatesh Iyer)! কেকেআর (KKR) ৫১ কোটি টাকা নিয়ে বাজার করতে নেমে ১৫ জন ক্রিকেটারকে কিনেছে।
আরও পড়ুন: স্বামীর বেতন হল অর্ধেক, প্রাক্তন কেকেআর অধিনায়কের স্ত্রী ফুঁসছেন! রাগে শাহরুখদের…
ভেঙ্কটেশকে ফেরাতেই তারা ২৩.৭৫ কোটি টাকা খরচ করেছে! এই অঙ্কে ভেঙ্কটেশকে কেকেআরে দেখে অনেকই চমকেছেন। তবে কেকেআর সিইও ভেঙ্কি মাইসোর জানিয়ে দিলেন যে, কেন তাঁরা ভেঙ্কটেশকে এত দামে নিলেন! নিলামের পর এক সাক্ষাত্কারে ভেঙ্কি বলেছেন, ‘দেখুন এভাবেই নিলাম হয়। দিনের শেষে আপনাকে ভেবে নিতে হয় আপনি কীরকম প্লেয়ার চাইছেন। নিলামে খেলোয়াড়দের দাম সবসময়েই চমকে দেয়। স্য়ালারি ক্যাপ বাড়লে দামও বাড়বে। আমাদের লক্ষ্য় ছিল মূল দল ধরে রাখা। আমরা ছ’জন খেলোয়াড়কে ধরে রেখেছিলাম এবং গত বছরের ২-৩ জন খেলোয়াড়কে ফিরিয়ে আনলাম। এটাই ছিল আমাদের ভাবনা। আমরা অবশ্যই এমন পরিস্থিতিতে পড়তে চাইনি, যেখানে আমরা ভেঙ্কটেশকে ফিরে পেতে চাইব না। সব দিক বিচার করলে বলা যায় দলে একটা ভারসাম্য় রয়েছে। ওরা প্রমাণ করেছে যে, ওরা কী করতে পারে। গতবছর চ্য়াম্পিয়নশিপের বছরে আপনারা তা দেখেছেন। ২০২১ সালেও আমরা ফাইনাল খেলেছিলাম। ভেঙ্কটেশ অত্য়ন্ত গুরুত্বপূর্ণ, দুর্দান্ত ছেলে। ও আমাদের পরিষ্কার আল্টিমেটাম দিয়েছিল, আমাকে তুমি দলে না নিলে, আমি কিন্তু খুবই দুখী হয়ে যাব। আমরা ওকে দুঃখ দিতে চাইনি। ওকে পেয়েও আমরা খুব খুশি হয়েছি।’
১০ বছর পর কলকাতায় এসেছে আইপিএল ট্রফি। সানরাইজার্স হায়দরাবাদকে আট উইকেটে হারিয়ে আইপিএল চ্য়াম্পিয়ন হয়েছে কেকেআর। ২০১২, ২০১৪ সালের পর ফের ২০২৪ সালে আইপিএল চ্য়াম্পিয়ন শাহরুখের ফ্র্য়াঞ্চাইজি। গোটা টুর্নামেন্টে দারুণ ক্রিকেট খেলেছেন ভেঙ্কটেশ। ৩৭০ রান করেছেন ১৫৮.৮০-র স্ট্রাইক রেটে। তাঁর গড় ছিল ৪৬.২৫। এমনকী ফাইনালে ২৬ বলে অপরাজিত ৫২ রানের ইনিংসও খেলেছেন তিনি। ২০২১ সাল থেকে কেকেআরের সংসারে ভেঙ্কি। তাঁকে রেখেই দিল নাইটরা।
আরও পড়ুন: ১৩ বছর বয়সে ১.১০ কোটি! জহুরি দ্রাবিড় চিনছেন ট্রায়ালে, ভারতের এই বিস্ময় বালক কে?
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)