জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আইপিএলে দুরন্ত কামব্য়াক কেকেআরের। রাজস্থানকে হারিয়ে জয়ে সরণীতে অজিঙ্ক রাহানেরা। ব্যাটে-বলে বেগুনি জার্সিধারীরা অনবদ্য পারফরম্যান্স। ডি ককের ব্যাটে মরসুমের প্রথম জয়।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
আইপিঅএলের প্রথম ম্যাচে ইডেনে বেঙ্গালুরুর কাছে হেরে গিয়েছিল কেকেআর। আজ, বুধবার দ্বিতীয় ম্যাচ ছিল গুয়াহাটিতে। প্রতিপক্ষ এবার রাজস্থান রয়্যালস। এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন নাইট অধিনায়ক অজিঙ্ক রাহানে। জানিয়ে দেন, সুনীল নারিন অসুস্থ। এই ম্যাচে খেলছেন না। কিন্তু সেই অভাব বুঝতে দেননি বরুণরা। ইনিংসের শুরুতেই আটসাঁট বোলিংয়ে বিপাকে পড়েন রাজস্থানের ব্যাটাররা।
চতুর্থ ওভারেই সঞ্জু স্যামসন ফিরিয়ে দেন বৈভব আরোরা। এরপর নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে রাজস্থানের। পরিস্থিতি সামাল দিতে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে নামানো হয় শুভম দুবেকে। কিন্তু ৯ রানে আউট হয়ে যান তিনিও। ২০ ওভারে ৯ উইকেটে মাত্র ১৫১ রানে শেষ হয় রাজস্থানের ইনিংস।
এদিকে ১৫২ রান তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি কেকেআর। কিন্তু তাও ম্যাচ জিতেই মাঠ ছাড়ে নাইটরা। সুনীল নারাইনের অনুপস্থিতিতে কুইন্টন ডিককের সঙ্গে বুধবার ওপেন করতে নামেন মইন আলি। তবে রান পাননি তিনি। ২২ গজের এক প্রান্ত আগলে রেখেছিলেন ডিকক। ৭০ রানে ২ উইকেট হারানোর পর তাঁর সঙ্গে জুটি বাঁধেন অঙ্গকৃশ রঘুবংশী। তাঁরাই দলকে পৌঁছে দিলেন প্রতিযোগিতার প্রথম জয়ের দরজায়। ডিককের ব্যাট থেকে এল ৬১ বলে ৯৭ রানের অপরাজিত ইনিংস।
আরও পড়ুন: Sourav Ganguly | IPL 2025: ‘সব ফরম্যাটের জন্য প্রস্তুত’, এই ভারতীয় আইপিএল নেতায় মুগ্ধ সৌরভ! করলেন ভূয়সী প্রশংসা
আরও পড়ুন: WATCH | Virat Kohli | IPL 2025: ইডেনে কোহলির ব্যাগ থেকে চুরি! অপরাধী ১৯ বছরের ক্রিকেটার, দোষ স্বীকার করে নিলেন…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)