জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: নেতৃত্বে ফিরলেন ধোনি, কিন্তু জয়ে ফেরা হল না চেন্নাইয়ের! ঘরের মাঠে কলকাতার কাছে রীতিমতো পর্যুদস্ত হল হলুদ জার্সিধারীরা। ৮ উইকেটে জিতলেন রাহানেরা, তাও ৯ ওভার বাকি থাকতেই! চিপকের সবচেয়ে কম রান করার লজ্জা নিয়ে মাঠ ছাড়তে হল ধোনিবাহিনীকে।
এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন নাইট অধিনায়ক অজিঙ্ক রাহানে। প্রথমে একাদশে জায়গা পেয়েছিলেন মইন আলি। ডেভন কনওয়েকে ফিরিয়ে চেন্নাইকে প্রথম ধাক্কাটাও দিলেন তিনিই। এরপর একে একে প্য়াভিলিয়নে ফেরেন রাচীন রবীন্দ্র, বিজয় শঙ্কর, রাহুল ত্রিপাঠীকে, জাদেজা, অশ্বিন। নয় নম্বরে নামেন ধোনি। কিন্তু নারিনের ঘুর্ণিতে আউট হতে হল তাঁকেও। শেষ পর্যন্ত শিবম দুবের ৩১ রানের সুবাদে মাত্র ১০৩ রান করে চেন্নাই। নাইটদের হয়ে ৩ উইকেট সুনীল নারিনের। দুটি করে উইকেট বরুণ চক্রবর্তী ও হর্ষিত রানার।
এদিকে ১০৩ তাড়া করতে নেমে কলকাতার হয়ে রীতিমতো তাণ্ডব চালালেন সেই সুনীল নারিনই। যোগ্য সঙ্গ দিলেন কুইন্টন ডি’ককও।শেষ পর্যন্ত ৯ ওভার বাকি থাকতে ৮ উইকেট হাতে নিয়ে সহজেই ম্যাচ জিতল কেকেআর। ৬ ম্যাচ খেলে ৬ পয়েন্ট রাহানেদের।
আরও পড়ুন: ISL Final: ‘থামিয়ে দেব’, জারাগোজা যেন আহমেদাবাদের কামিন্স, বাড়তি মোটিভেশন দরকার নেই মোলিনার!
আরও পড়ুন: WATCH | ISL Final: ‘দেখুন আমাদের মধ্যে…’ সমাজমাধ্যমে ‘বিশাল’ বিতর্কিত পোস্ট! মুখ খুললেন গুরুপ্রীত
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)