# Tags
#Blog

বড় চোট পেলেন কেকেআরের সবচেয়ে দামি ক্রিকেটার, মাঠে ফিরে যা করলেন তাজ্জব সকলে

বড় চোট পেলেন কেকেআরের সবচেয়ে দামি ক্রিকেটার, মাঠে ফিরে যা করলেন তাজ্জব সকলে
Listen to this article


কলকাতা: নাইট সমর্থকদের হৃদস্পন্দন যেন থেমে গিয়েছিল খবরটা জানাজানি হতেই। রঞ্জি ট্রফির (Ranji Trophy) ম্যাচ খেলার সময় গোড়ালি মচকে বৃহস্পতিবার ভয়ঙ্কর চোট পেলেন বেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer)। যিনি শাহরুখ খান-জুহি চাওলার দলের সবচেয়ে দামি ক্রিকেটার। তাঁকে মাঠ ছেড়ে বেরিয়ে যেতে হয়। হাঁটার মতো অবস্থাতেও ছিলেন না।

তবে আশার কথা হচ্ছে, পরে ফের ব্যাট করতে নামলেন বেঙ্কি। এবং মধ্য প্রদেশের হয়ে দুরন্ত ৪২ রান করলেন। যা দেখে হতবাক সকলে। কেকেআর তো রীতিমতো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখল, ‘ফাইটার হ্যায় আপনা আইয়ার।’ বাংলা করলে দাঁড়ায়, আমাদের আইয়ার লড়াকু।

 

সৌদি আরবের জেড্ডায় আয়োজিত আইপিএলের মেগা নিলাম থেকে ২৩ কোটি ৭৫ লক্ষ টাকায় বেঙ্কটেশ আইয়ারকে দলে নিয়েছিল কেকেআর। গতবার যিনি কেকেআরের চ্যাম্পিয়ন দলের সদস্য এবং শাহরুখদের ট্রফি জয়ের অন্যতম নায়ক। এবারের আইপিএলে কেকেআরের সবচেয়ে দামি ক্রিকেটার বেঙ্কিই। তাঁকে চড়া দামে কিনে দলে ফেরানোয় অনেকেই মনে করছিলেন হয়তো তিনিই পরের আইপিএলে কেকেআরের অধিনায়ক হবেন।

আরও পড়ুন: বিশ্বের আর কোনও মাঠে ভারতের এই রেকর্ড নেই, শুনলে গর্ব করবেন বাংলার ক্রিকেটপ্রেমীরা

আইয়ার এর আগে এক মরশুম কেকেআরের সহ অধিনায়ক ছিলেন। নীতীশ রানার অনুপস্থিতিতে একটি ম্যাচে নেতৃত্বের দায়িত্বও সামলেছেন। যদিও রাজ্য দলের হয়ে তাঁকে কখনও অধিনায়কত্ব করতে দেখা যায়নি। তবে এবার জোর জল্পনা, হয়তো বেঙ্কটেশের হাতেই নেতৃত্বের ব্যাটন তুলে দেবে কেকেআর ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ। শ্রেয়স আইয়ারকে যারা ছেড়ে দিয়েছিল।

তার মাঝেই উদ্বেগের খবর বেঙ্কটেশের চোট। বৃহস্পতিবার গোড়ালি মচকে যায় তাঁর। প্রচণ্ড যন্ত্রণায় পিচের মধ্যেই বসে পড়েন বেঙ্কি। দৌড়ে এসে শুশ্রুষা শুরু করেন ফিজিওরা। কিন্তু আর উঠে দাঁড়াতে পারেননি আইয়ার। আহত অবসৃত হয়ে মাঠ ছাড়তে বাধ্য হন তারকা অলরাউন্ডার। ডাগ আউটে বসে বাকি ম্যাচ দেখছিলেন। একটা চেয়ারের উপর পা তুলে বসে থাকতে দেখা যায় তাঁকে। আগামী ২১ মার্চ থেকে শুরু হবে আইপিএল। তার আগে কি সুস্থ হয়ে মাঠে নামতে পারবেন তিনি? নাইট ভক্তদের মধ্যে আলোচনা শুরু হয়ে যায়।

রঞ্জি ট্রফির ম্য়াচ খেলতে নেমে বড়সড় চোট পেলেন মধ্য প্রদেশের তারকা। ব্যাট করতে নেমে মাত্র তিন বল খেলেই মারাত্মক চোট লাগে তাঁর পায়ে। খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়েন তিনি। তবে পরে তিনি মাঠে নেমে ফের ব্যাটিং করায় যেন স্বস্তি নাইট শিবিরেও।

আরও দেখুন





Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal