NOW READING:
Delhi: ঘুমের মধ্যেই বাবা-মা এবং বোনকে কুপিয়ে খুন! সম্পত্তির জন্য?
December 5, 2024

Delhi: ঘুমের মধ্যেই বাবা-মা এবং বোনকে কুপিয়ে খুন! সম্পত্তির জন্য?

Delhi: ঘুমের মধ্যেই বাবা-মা এবং বোনকে কুপিয়ে খুন! সম্পত্তির জন্য?
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দিল্লিতে একই পরিবারের তিনজনকে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল সমস্ত এলাকায়। কীভাবে খুন কেনই বা খুন। বারবার উঠছিল সেই প্রশ্ন। গোটা ঘটনায় বেঁচে ছিলেন বাড়ির একমাত্র ছেলে অর্জুন। সে জানিয়েছিল বুধবার সকালে মর্নিং ওয়াকে গিয়েছিলেন তিনি। প্রথম থেকেই সন্দেহের দানা বেঁধেছিল। কীভাবে বেঁচে গেলেন ছেলে! তবে নিছকই গল্প ছিল এটি। তারই তদন্তে নেমে কিনারা করল পুলিস। গ্রেফতার করা হয়েছে মৃতের ছেলে অর্জুনকে। 

আরও পড়ুন: Delhi: ‘মর্নিং ওয়াক’ করে এসে চক্ষু চড়ক গাছ! পর পর পড়ে তিন নিথর দেহ…

ভাবলেই অবাক লাগছে তো? কেন নিজেরই বাবা-মা এবং বোনকে কুপিয়ে মারল সে? সেই উত্তরে ২০ বছরের তরুণ অর্জুন পুলিসকে জানায়, সম্পত্তি নিয়ে বচসা হয়েছিল পরিবারের মধ্যেই। অর্জুনের সন্দেহ ছিল তার সম্পত্তি বোনকে দিয়ে দেবে এবং তাঁকে বাড়ি থেকে বের করে দেবে। সেই কারণেই খুনের পরিকল্পনা করে। সেই মত বাবা-মার বিবাহবার্ষিকীর দিন বেছে নিয়েছিল এই কাণ্ড ঘটানোর জন্য।  

স্থানীয়রা মতে, ঘটনার দিন সকালে অর্জুন মর্নিং ওয়াকে যাওয়ার আগে মায়ের সঙ্গে নাকি কথা বলেছিল। এমনকি সে মাকে বাইরের গেটে তালা লাগিয়ে দেওয়ারও কথা বলে। কিন্তু পুলিস তদন্তে নেমে বুঝতে পারে। পুরোটাই সকলের চোখে ধুলো দেওয়ার জন্য। আদতে মায়ের সঙ্গে কথাই হয়নি তাঁর। শুধুমাত্র কথা বলার ভান করে বেরিয়ে গেছিল সে। আসলে ঘুমের মধ্যে সকলকে খুন করে ভোরবেলা বেরিয়েছিল সে। 

আরও পড়ুন: Assam: আসামে নিষিদ্ধ গোমাংস! নতুন কঠোর আইন আনার পথে হিমন্ত সরকার…

পুলিস জানায়, প্রায় অর্জুনকে বকাবকি করতেন তাঁর বাবা। পড়াশোনার পাশাপাশি অন্যান্য একাধিক ইস্যুতে কথা শোনাতেন। সম্প্রতি প্রতিবেশীদের সামনেই তাঁকে মারধর করেছিলেন। তার সঙ্গে ছিল সম্পত্তির ইস্যুও। রোজকারের এই বকা’র বদলা নিতেই অর্জুন এই কাজ করেছে বলে মনে করছে পুলিস। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link