জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এক চৈত্র নবরাত্রির ঘটনা। সামনে এল আর এক চৈত্র নবরাত্রিতেই। মনপ্রীত কৌর। একটা অলৌকিক নাম। ৪৫ বার আঘাতের পরেও যিনি বেঁচে যান। এবং তাঁর আক্রমণকারীকে ধরিয়ে দিয়ে আদায় করে নেন ন্যায়বিচার! এক আশ্চর্য কাহিনি!
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
কীভাবে এটা সম্ভব হল?
সেও এক অলৌকিক কাণ্ড। তখন ৪৫ বার স্ক্রু ড্রাইভারের আঘাত দগদগ করছে তাঁর শরীরে! সেই অবস্থাতেও কোন এক দৈববাণী যেন তিনি শুনতে পেলেন! শুনতে পেলেন, তাঁকে বাঁচতে হবে। ‘বাঁচো, বাঁচো, শক্তি সঞ্চয় করো’! কথাগুলি কোথা থেকে এসে যেন কানে ঢুকল মনপ্রীতের।
২০১৩ সালে ঘটনা। চৈত্র নবরাত্রির সময়ে একদিন সকালে যেখানে পিজি থাকতেন সেখান থেকে স্টেশনে যাচ্ছিলেন মনোপ্রীত। যাওয়ার পথে কিডন্যাপড হন। দিনটি ছিল অষ্টমী। মনোপ্রীত পরে জানান, অটোচালক তাঁকে নিয়ে হঠাৎই একটা নির্জন রাস্তায় ঢুকে পড়ে। সেখানে নিয়ে গিয়ে একটি স্ক্রু ড্রাইভার নিয়ে তাঁকে আক্রমণ করে। ৪০ থেকে ৪৫ বার তাঁকে আঘাত করা হয়। অসম্ভব কষ্ট পাচ্ছিলেন মনোপ্রীত। অসহ্য যন্ত্রণা। বিপুল রক্তপাত।
কিন্তু লড়াই ছাড়েননি পেশায় নৃত্যশিল্পী মনোপ্রীত কৌর। সব শক্তি সঞ্চয় করে উঠে দাঁড়িয়ে আক্রমণকারীর পেটে জোরে লাথি মারেন তিনি। কিন্তু তার পরেই অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার ভান করে মাটিতে পড়ে যান। লোকটি, তিনি মরে গিয়েছেন ভেবে ভয় পেয়ে তড়িঘড়ি সেখান থেকে পালায়। কিন্তু রক্তে ভেসে যাওয়া পথে তিনি পড়েই থাকেন। আর মনে মনে মাকে, দেবী দুর্গাকে স্মরণ করতে থাকেন। তখনই ঘটে এক অলৌকিক ঘটনা। কে যেন ভিতর থেকে বলে ওঠেন– ‘শক্তি সঞ্চয় করো, সামনে এগিয়ে যাও’!
আরও পড়ুন- Ram Navami 2025 Zodiac: এই রামনবমীতে কোন কোন রাশির জাতকেরা তুমুল সাফল্যের মুখ দেখবেন, হাতে আসবে বিপুল টাকা?
আরও পড়ুন- Ram Mandir Surya Tilak 2025: অলৌকিক কয়েক মুহূর্ত! প্রতি রামনবমীতে ঠিক বেলা ১২টায় রামমন্দিরের গর্ভগৃহে…
তারপর কোনও রকমে হামাগুড়ি দিয়ে ১ কিমি পথ যেতে পারেন মনোপ্রীত। আর তখনই এক সদয় মুসলিম পরিবারের নজরে পড়ে যান তিনি। তাঁরাই তাঁকে হাসপাতালে নিয়ে যান। সেখানে ডাক্তারেরা বলেন, ওঁর বাঁচার আশা কম! কিন্তু মনোপ্রীত পরে বলেন, তিনি নিশ্চিত ছিলেন, তিনি বাঁচবেনই।
তাই হল। তাঁর অপারেশন ঠিকঠাক হল। তিনি বেঁচে গেলেন। পুলিসের সঙ্গে যোগাযোগ করলেন। সব বললেন। অভিযোগ দায়ের হল। তাঁর আক্রমণকারীর বর্ণনা দিয়ে ছবি আঁকা হল। তাতে চমকে উঠে পুলিস বলল– এ তো দাগি আসামি, একে খুঁজছে পুলিস! শুরু হল আইনি লড়াইয়ের পর্বও। ২০১৫ সালে নিষ্পত্তি হল। সুবিচার পেলেন মনোপ্রীত। পরে মনোপ্রীত বারবার বলেছেন, তাঁর এই আশ্চর্য লড়াই ও ততোধিক আশ্চর্য জয়ের বীজ লুকিয়ে ছিল সেই ২০১৩ সালের চৈত্র নবরাত্রির অষ্টমীর দিনটিতেই। ওই দিনটিই তাঁর জীবনকে বদলে দিয়েছিল!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)