# Tags
#Blog

এবার আসছে নতুন কিয়া সেলটস, বক্সি ডিজাইনের সঙ্গে পাবেন হাইব্রিড মডেল ?

এবার আসছে নতুন কিয়া সেলটস, বক্সি ডিজাইনের সঙ্গে পাবেন হাইব্রিড মডেল ?
Listen to this article


 

Kia Seltos 2025 : আগের থেকে আরও আগ্রাসী নজরকাড়া ডিজাইন নিয়ে ফিরছে নতুন প্রজন্মের কিয়া সেলটস (New Kia Seltos)। এবার পাবেন পুরো বক্সি ডিজাইনের সঙ্গে হাইব্রিড মডেলের সুবিধা। ফলে আরও বেশি মাইলেজ দেবে কিয়ার (Kia Cars) এই এসইউভি (SUV)।

কোথায় আলাদা এই গাড়ি
নতুন প্রজন্মের Kia Seltos একটি নতুন স্টাইলিং থিমের সঙ্গে বাজারে নামতে চলেছে।  এই suv-এর সম্পূর্ণ নতুন ডিজাইন নিয়ে আসছে। ফ্ল্যাট সারফেসিং সহ বক্সিয়ার লুক থাকবে এই প্লাস পয়েন্ট। এবার সিগনেচার আইস কিউব LED  সম্পূর্ণ নতুন লুক এনে দিয়েছে গাড়িতে। এটি একটি নতুন গ্রিলের সঙ্গে পাবেন ক্রেতা।  নতুন সেলটোসের সাইজ কমবেশি একই হবে, কিন্তু বক্সিয়ার লুক এটিকে আরও বড় করে তুলবে। টপ-এন্ড সংস্করণের জন্য নতুন 18 ইঞ্চি অ্যালয় হুইলও থাকবে গাড়িতে।

স্টিয়ারিং হুইলে নতুন লোগা, নতুন ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার
 নতুন প্রজন্মের সেলটোস বর্তমান প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি হতে পারে। তবে অভ্যন্তরীণ অংশগুলি নতুন ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টারের সঙ্গে যুক্ত একটি বিশাল টাচস্ক্রিন সহ আসবে। এছাড়াও নতুন সেলটোস-এর স্টিয়ারিং হুইলে নতুন চেহারার কিয়া লোগোও থাকবে।

আরও বড় কেবিন স্পেস, হাইব্রিড মডেল
আমরা বর্তমান মডেলের পিছনে আরও রুম সহ একটি দীর্ঘ হুইলবেস আশা করি। যার ফলে এর কেবিন স্পেস আরও বড় মনে হবে।  আরেকটি আলোচনার বিষয় হল, সেলটস নতুন প্রজন্মের সাথে হাইব্রিড পাওয়ারট্রেন নিয়ে আসতে পারে। তবে তা ভারতে আসবে কিনা এখন সেটাই দেখার বিষয়।

ভারতে হাইব্রিড এলে দারুণ অপশন হবে
এই গাড়ির একটি হাইব্রিড মডেল ভারতের জন্য একটি জনপ্রিয় পছন্দ হিসাবে প্রমাণিত হতে পারে। বেশি জ্বালানি দক্ষতার জন্য সবার পছন্দের তালিকায় আসতে পারে এই গাড়ি। নতুন প্রজন্মের সেলটো 2026 সালে বিশ্বব্যাপী আত্মপ্রকাশের পরে আসবে। নতুন সেলটোস একটি নতুন এডজিয়ার ডিজাইন নিয়ে আসবে। এটি আগামী দিনে দেখতে অনেকটা বক্সিয়ার সাইরোসের মতো হবে।

ক্রেটার সঙ্গে হচ্ছে প্রতিযোগিতা
 বর্তমানে উচ্চ প্রতিযোগিতার কারণে সেলটসের বিক্রি কিছুটা কমেছে। এই নতুন মডেলটি এটিকে তার প্রতিদ্বন্দ্বী বিশেষ করে হুন্ডাই ক্রেটার সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে দেবে। কারণ ইতিমধ্যেই ক্রেটা তার মডেল নতুন লুকে বাজারে ছেড়েছে। সঙ্গে এসেছে ইলেকট্রিক ভার্সনও।

BSNL Recharge Plan : দিনে ৩ টাকা খরচে ডেটা ও কলের সুবিধা, এই কোম্পানি দিচ্ছে দারুণ রিচার্জ প্ল্যান

আরও দেখুন



Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal