NOW READING:
কলকাতায় কেরোভিট! টাইলস থেকে ফসেট– সেরা কালেকশন ৪০০০ বর্গফুটের ঠিকানায়…
July 7, 2025

কলকাতায় কেরোভিট! টাইলস থেকে ফসেট– সেরা কালেকশন ৪০০০ বর্গফুটের ঠিকানায়…

কলকাতায় কেরোভিট! টাইলস থেকে ফসেট– সেরা কালেকশন ৪০০০ বর্গফুটের ঠিকানায়…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতের বৃহত্তম সিরামিক এবং ভিট্রিফাইড টাইলস প্রস্তুতকারক ব্র্যান্ড কেরোভিট। ৪ঠা জুলাই, কলকাতায় ছিল এই সেন্টারের উদ্বোধন। আনন্দপুরে, ৪,০০০ বর্গফুটের এই শোরুম। এই বাথওয়্য়ারের ম্য়ানেজিং ডিরেক্টের ঋষি কাজরিয়া। তিনি এই সেন্টারটি উদ্বোধন করেন। এই ব্র্য়ান্ডের শোরুম সারাদেশ জুরে রয়েছে। উদ্বোধনের দিন গ্রাহক,স্থপতি ও ডিজাইনারদের এই প্রিমিয়াম শোরুমে ঘুরে দেখার সুযোগ করে দিয়েছিল এই শোরুম। 

আরও পড়ুন, Asia’s 50 Best Bars 2025: এশিয়ার সেরা ৫০ পানশালা; জায়গা করে নিল ভারতের ৪! আর কলকাতার…

 ঋষি কাজরিয়া বলেন, “আমাদের লক্ষ্য় হল বিশ্বের সেরা বাথওয়্য়ার ঘরে ঘরে প‍ৌঁছে দেওয়া। কলকাতার এই নতুন শোরুম আর এক ধাপ এগিয়ে দিল আমাদের এই লক্ষ্য়ে। তিনি আরও বলেন, গ্রাহকরা আমাদের ব্র্য়ান্ডের সঙ্গে সরাসরি যুক্ত হতে পারবেন।” কেরোভিটের কলকাতার শোরুমে রয়েছে বাছাই করা কালেকশন।

রয়েছে উচ্চমানের ফসেট, স্য়ানিটারি ও বাথরুমের ফার্নিচার। এই শোরুম শুধু গ্রাহকদের জন্য় থাকবে না। স্থপতি ও ইন্টেরিয়র ডিজাইনারদের জন্যও এটি একটি রিসোর্স হাব হিসেবে কাজ করবে।এই বাথওয়্য়ার ব্র্য়ান্ড ২০১৪ সালে প্রতিষ্ঠিত হয়। রাজস্থানের গিলপুর এবং গুজরাতের মোরবিতেও রয়েছে এই ব্র্য়ান্ডের শোরুম। কেরোভিটের নকশা এবং টেকসই মানের জন্য় এই ব্র্য়ান্ড ভারতের অন্য়তম এবং জনপ্রিয়।

আরও পড়ুন, Labubu Doll: লাবুবু নিয়ে এত মাতামাতি! ঠিক কেন এর খ্যাতি?

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link