# Tags
#Blog

আগে বললেও এখনই ওয়েনাড যেতে পারছেন না রাহুল, নিজেই জানালেন কারণ

আগে বললেও এখনই ওয়েনাড যেতে পারছেন না রাহুল, নিজেই জানালেন কারণ
Listen to this article


কলকাতা: বৃষ্টি-ধসে বিপর্যস্ত কেরলের ওয়েনাড। বহু পরিবার ক্ষতিগ্রস্ত। মৃত্যুও হয়েছে একাধিক। এই পরিস্থিতিতে ওই এলাকায় পরিস্থিতি পরিদর্শনে যাওয়ার কথা ছিল কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী এবং কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গাঁধী (Rahul Gandhi)। কিন্তু আবহাওয়ার পরিস্থিতির কারণে আপাতত ওয়েনাড সফর (Waynad News) স্থগিত রাখা হয়েছে বলে X হ্যান্ডেলে জানালেন রাহুল গাঁধী।

৩১ জুলাই ওয়েনাড সফরের (Kerala Landslide) কথা ছিল রাহুল গাঁধী ও প্রিয়ঙ্কা গাঁধীর। কিন্তু এখনও নাগাড়ে বৃষ্টি হয়ে চলেছে ওয়েনাডে। আবহাওয়ার পরিস্থিতিও বেশ খারাপ। এই পরিস্থিতিতে বিমান বা কপ্টার নামতে পারবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তারপরেই সফর বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

X হ্যান্ডেলো পোস্ট করে রাহুল গাঁধী আশ্বাস, যত দ্রুত সম্ভব তাঁরা ওয়েনাডে যাবেন। ততক্ষণ পর্যন্ত সেখানকার পরিস্থিতির উপর নজর রাখছেন তাঁরা। যাবতীয় সাহায্যের কাজও করা হবে।  

 



মঙ্গলবার  ওয়েনাডের পরিস্থিতি নিয়ে সংসদে উদ্বেগ প্রকাশ করেছিলেন রাহুল গাঁধী। তিনি বলেছিলেন, ‘আজ সকালে ওয়েনাডে বিধ্বংসী ভূমিধস নেমেছে। ৭০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। মুন্ডকাই গ্রাম পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ পুরোপুরি জানা এখনও সম্ভব হয়নি।… মৃতদের পরিবারকে এখনি ক্ষতিপূরণের টাকা দেওয়া হোক। যদি সম্ভব হয় সেই মূল্য যেন বাড়ানো হয়।’

ওয়েনাডের বিপর্যয় নিয়ে X হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লিখেছেন, ‘ওয়েনাডের কিছু অংশে ভূমিধসের কারণে বিপর্যস্ত। যারা তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন তাঁদের সকলের প্রতি আমার সমবেদনা এবং আহতদের জন্য প্রার্থনা। ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য বর্তমানে উদ্ধারকাজ চলছে। কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে কথা হয়েছে। কেন্দ্রের তরফ থেকে সব রকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে।’

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: ‘বারবার মনে হচ্ছে ওই মুহূর্তটা কতটা কষ্টকর ছিল ওঁদের কাছে’ দিল্লির কোচিং সেন্টারে পড়ুয়াদের মৃত্যুতে প্রতিক্রিয়া বিকাশ দিব্যকীর্তির

আরও দেখুন





Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal