ভোটের মুখে বড় ঘোষণা কেজরির! প্রতিমাসে ১৮ হাজার ‘পুরোহিত ভাতা’…
![ভোটের মুখে বড় ঘোষণা কেজরির! প্রতিমাসে ১৮ হাজার ‘পুরোহিত ভাতা’… ভোটের মুখে বড় ঘোষণা কেজরির! প্রতিমাসে ১৮ হাজার ‘পুরোহিত ভাতা’…](https://i0.wp.com/bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/12/30/512052-kejri.jpg?w=991&resize=991,564&ssl=1)
ভোটের মুখে কেজরিওয়ালের বড় ঘোষণা। ‘পূজারী গ্রন্থী সম্মান যোজনা’-য় মন্দিরের পূজারী এবং শিখ ধর্মশাস্ত্র পাঠকদের প্রতিমাসে ১৮ হাজার টাকা দেওয়ার ঘোষণা করলেন অরবিন্দ কেজরিওয়াল। ৩১ ডিসেম্বর থেকেই শুরু রেজিস্ট্রেশন। যদিও এর আগে দিল্লির ইমাম ও মৌলবীরা দীর্ঘদিন বেতন না পাওয়ায় প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন।
Updated By: Dec 30, 2024, 01:34 PM IST