জ়ি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কী হল সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad)! চলতি আইপিএলে (IPL 2025) এ কোন এসআরএইচ (SRH)! গত বছরের প্যাট কামিন্সের টিম রানার্স হয়েছিল। বাকি ৯ দলের কাছে আতঙ্কের আরেক নাম ছিস অরেঞ্জ আর্মি। অভিষেক শর্মা (Abhishek Sharma) ও ট্রাভিস হেডের (Travis Head) ‘ট্রাভিষেক’ জুটি প্রতিপক্ষ বোলারদের রাতের ঘুম কেড়ে নিয়েছিলেন, বেদম প্রহারে ভেঙেছেন একের পর এক রেকর্ড! সেই সানরাইজার্স এবার লিগ টেবলে সবার নীচে!
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News
গত রবিবার গুজরাত টাইটান্সের কাছেও নিজেদের ঘরের মাঠে হেরে গেল সানরাইজার্স! তাও সাত উইকেটে, এই নিয়ে চলতি লিগে টানা চতুর্থ পরাজয়ের মুখোমুখি হল কাব্য মারানের ফ্র্যাঞ্চাইজি। টস হেরে সানরাইজার্স প্রথমে ব্যাট করে ৮ উইকেটে মাত্র ১৫২ রান তুলেছিল। যে রান করে কুড়ি ওভারের ক্রিকেটে জেতা যায় না বললেই চলে! যদি না প্রতিপক্ষ আরও হতশ্রী ক্রিকেট খেলে।
গুজরাতের বিরুদ্ধেও ফ্লপ ‘ট্রাভিষেক’ জুটি! হেড ৫ বলে ৮ রান করে মহম্মদ সিরাজের বলে আউট হয়ে ফেরেন, তাঁকে প্রায় দেখাদেখিই অভিষেকও সিরাজেরই বলে ১৮ রান করে আউট হন। মিড অনের উপর দিয়ে তুলে মারতে গিয়ে অভিষেক একেবারে রাহুল তেওয়াটিয়ার হাতেই জমা পড়ে যান। আর যা দেখে কাব্য আর নিজের মাথা ঠিক রাখতে পারেননি। হতাশায় ভেঙে পড়েছিলেন তিনি। গ্যালারিতে বসেই অভিষেকের দিকে তাকিয়ে বোঝাতে চেষ্টা করেন, এ কী শট নিলেন তাঁর প্রিয় ক্রিকেটার!
অরেঞ্জ আর্মির সুন্দরী মালকিন কাব্যর সঙ্গে এখনও পর্যন্ত তিন ক্রিকেটারের সম্পর্ক নিয়ে বেশ গুঞ্জন হয়েছে। দক্ষিণ আফ্রিকার আইডেন মারক্রমের সঙ্গেই কাব্যর নাম জুড়েছে ঋষভ পন্থ ও অভিষেকের। অনেকে এও বলেছেন যে, অভিষেকের সঙ্গে একেবারে স্ত্রীয়ের মতো আচরণ করেন দলের মালকিন। তাঁরা লুকিয়ে ডেট করছেন বলেও জানা গিয়েছিল। যদিও পরে খবর হয় এসবই গুজব। অভিষেককে ১৪ কোটি টাকায় ধরে রেখেছেন কাব্য।
২০১৮ সালে অভিষেকের আইপিএল অভিষেক হয়েছিল। দিল্লি ডেয়ারডেভিলস তাঁকে দলে নিয়েছিল। কিন্তু অভিষেক ছাপ রাখতে পারেননি। মাত্র ৩ ম্যাচ খেলে ৬৩ রান করেছিলেন। এরপরের বছরই তিনি চলে আসেন সানরাইজার্স হায়দরাবাদে। ২০১৯ থেকে ২০২১ পর্যন্ত অরেঞ্জ আর্মিতে খেলেও সেভাবে কিছুই করতে পারেননি। ১০০-র ভিতরেই ছিল তাঁর মোট স্কোর। ২০১৯ সালে ৩ ম্যাচ খেলেছিলেন, ২০২০ সালে খেলেন ৮ ম্য়াচ। ২০২২ সালে তিনি জ্বলে উঠেছিলেন। করেছিলেন। ১৪ ম্যাচ ৪২৬ রান করেছিলেন। ২০২৩ সালে আবার ফর্ম কিছুটা পড়ে গিয়েছিল। ১১ ম্যাচ করেছিলেন ২২৬ রান। ২০২৪ সালে অভিষেক পাগল করে দিয়েছিলেন। ১৬ ম্যাচে করেছিলেন ৪৮৪ রান। আর এবার ৫ ম্যাচে এখনও পর্যন্ত করেছেন মাত্র ৫১ রান।
আরও পড়ুন: ‘ওর দ্বারা আর ক্রিকেট হবে না, সত্যিটা এবার মেনে নিক ধোনি’!
আরও পড়ুন: অবিশ্বাস্য! কলকাতার হয়ে খেলতে খেলতেই মুম্বইতে সই, নাইট তারকা এখন KKR না MI-এর?
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)