NOW READING:
উধমপুরে সেনা-জঙ্গি গুলির লড়াই, নিহত ১ সেনা জওয়ান
April 24, 2025

উধমপুরে সেনা-জঙ্গি গুলির লড়াই, নিহত ১ সেনা জওয়ান

উধমপুরে সেনা-জঙ্গি গুলির লড়াই, নিহত ১ সেনা জওয়ান
Listen to this article



<p>ABP Ananda: বৃহস্পতিবার সকাল থেকেই সেনা-জঙ্গির গুলির লড়াই চলছে উধমপুরে। খবর পাওয়া গিয়েছে, এই গুলির লড়াইয়ে শহিদ হয়েছেন এক সেনা জওয়ান। উধমপুরের দুর্গম ভূখণ্ড এবং ঘন জঙ্গলে ঢাকা এলাকা এমনিতেই অভিযান চালানোর পক্ষে অসুবিধাজনক। জঙ্গলের ভিতর রয়েছে অনেক গুহা, যেখানে অনায়াসেই লুকিয়ে থাকা যায়। তাই অত্যন্ত সতর্ক হয়েই অভিযান চালাচ্ছিল সেনাবাহিনী। কিন্তু জঙ্গিদের গুলিতে নিহত হয়েছেন এক নিরাপত্তারক্ষী। দু’পক্ষের মধ্যে গুলির লড়াই চলাকালীন গুরুতর ভাবে জখম হন ওই সেনা জওয়ান। পরে মৃত্যু হয় তাঁর। জঙ্গি হামলায় মৃত্যু উপত্যকা পহেলগাঁও। ভূস্বর্গ থেকে দলে দলে ফিরে যাচ্ছেন পর্যটকরা। ২৬ জনকে যেখানে গুলি করে মারা হয়েছে, সেই ছবির মতো সুন্দর বৈসরন উপত্যকা শুনশান। পহেলগাঁওজুড়ে শুধু ভারী বুটের শব্দ। টহল দিচ্ছে নিরাপত্তা বাহিনী। রাস্তায় CRPF-এর চেকিং পয়েন্টে চলছে নজরদারি। প্রতিটি গাড়ি থামিয়ে তল্লাশি চলছে, পরীক্ষা করা হচ্ছে নথি। দোকানপাট বন্ধ।&nbsp;</p>



Source link