নয়াদিল্লি: ফের রক্তাক্ত কাশ্মীর (Kashmir Terror Attack)। পহেলগাঁও পর্যটকদের ওপর গুলিবৃষ্টি করে জঙ্গিরা। যে ঘটনায় বাংলার ৩-সহ ২৬ জনের মৃত্যু হয়েছে। ধীরে ধীরে পর্যটকশূন্য করা হচ্ছে উপত্যকা। আটকে এখনও বহু পর্যটক। তাঁদের ফেরতে উদ্যোগ নিল ভারতীয় রেল। কাশ্মীর ফেরত পর্যটকদের জন্য স্পেশাল ট্রেনের বন্দোবস্ত করল উত্তর রেল। চালু করা হয়েছে হেল্পলাইন নম্বরও।
আরও দেখুন