<p>ABP Ananda Live: ৪ দিন পার। এখনও পাক রেঞ্জার্সের হাতে বন্দি রিষড়ার BSF জওয়ান পিকে সাউ। বাড়ি গিয়ে পরিবারের সঙ্গে কথা বাহিনীর আধিকারিকদের। আজ পাঠানকোট রওনা দিচ্ছেন স্ত্রী। ভারতীয় সেনাবাহিনীতে জওয়ানের সংখ্য়া ১৪ লক্ষ ৫৫ হাজার ৫৫০। উল্টোদিকে পাকিস্তানে সেনা জওয়ানের সংখ্য়া ৬ লক্ষ ৫৪ হাজার। ভারতীয় সেনার হাতে ৪ হাজার ২০১টি ট্য়াঙ্ক রয়েছে। পাক সেনার হাতে ট্য়াঙ্কের সংখ্য়া ২ হাজার ৬২৭, অর্থাৎ প্রায় অর্ধেক। ভারতের হাতে যুদ্ধবিমানের সংখ্য়া ২ হাজার ২২৯। পাকিস্তানের হাতে রয়েছে ১ হাজার ৩৯৯টি যুদ্ধ বিমান। ভারতের হাতে যেখানে ৫১৩টি ফাইটার জেট রয়েছে সেখানে পাকিস্তানের হাতে ফাইটার জেটের সংখ্য়া ৩২৮। ভারতীয় বায়ুসেনার হাতে ৮৯৯টি ফাইটার হেলিকপ্টার রয়েছে। আর পাক বায়ুসেনার হাতে ফাইটার হেলিকপ্টারের সংখ্য়া ৩৭৩।ভারতের হাতে যুদ্ধবিমানবাহী যুদ্ধজাহাজ আছে। পাকিস্তানের নেই।ভারতের পরমাণু অস্ত্রবহনকারী সাবমেরিন আছে ২টি।পাকিস্তানের একটিও নেই।</p>
Source link
পাক রেঞ্জার্সের হাতে আটক BSF জওয়ান, কী বলছেন তার স্ত্রী?
