NOW READING:
কাশ্মীরে ভয়াবহ জঙ্গি হামলা, নিরাপত্তাবাহিনীর ভূমিকায় প্রশ্ন
April 22, 2025

কাশ্মীরে ভয়াবহ জঙ্গি হামলা, নিরাপত্তাবাহিনীর ভূমিকায় প্রশ্ন

কাশ্মীরে ভয়াবহ জঙ্গি হামলা, নিরাপত্তাবাহিনীর ভূমিকায় প্রশ্ন
Listen to this article



<p>ABP Ananda Live: অমরনাথ যাত্রার আগে কাশ্মীরে পর্যটকদের উপর জঙ্গি হানা । কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হানা। কাশ্মীরের বৈসরন উপত্যকায় জঙ্গিদের এলোপাথাড়ি গুলি । জঙ্গিদের এলোপাথাড়ি গুলি, কয়েকজন পর্যটক আহত: সূত্র । এলাকা ঘিরে জঙ্গিদের খোঁজে নিরাপত্তাবাহিনীর তল্লাশি।</p>
<p><strong>বিয়ের পর প্রথমবার স্বামীর সঙ্গে দক্ষিণেশ্বরে, ভবতারিণীর কাছে রিঙ্কু চাইলেন ‘সরকারের পতন'</strong>&nbsp;</p>
<p>শুক্রবার বিয়ে সেরেছেন। একেবারে আড়ম্বরহীন ভাবেই চারহাত এক করতে চেয়েছিলেন দিলীপ ঘোষ ও রিঙ্কু মজুমদার। কিন্তু শুভাকাঙ্খীদের আনাগোনা ও সংবাদমাধ্যমের ভিড় তো ছিলই। তারপরদিন থেকেই তিনি রাজনৈতিক কর্মসূচিতে। আর রিঙ্কু মজুমদার সামলাচ্ছেন সংসার আর শাশুড়ি-মাকে। তবে আদতে বিজেপির মহিলা মোর্চার নেত্রী রিঙ্কু মঙ্গলবারই বুঝিয়ে দিলেন স্বামীর রাজনৈতিক মিশনে তিনি থাকছেন, কাঁধি কাঁধ মিলিয়েই।&nbsp; এদিন স্বামী ও শাশুড়িকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন দক্ষিণেশ্বর কালীবাড়িতে পুজো দিতে। বেরিয়ে এসে সংবাদমাধ্যমকে জানিয়ে দিলেন, তিনি মায়ের কাছে বাংলার মানুষের মঙ্গল চেয়েছেন…চেয়েছেন গণতান্ত্রিক উপায়ে পশ্চিমবঙ্গ সরকারের পতন হোক। আগাগোড়া রিঙ্কু মজুমদারের কথায় রাজনৈতিক বার্তা।&nbsp;</p>



Source link