NOW READING:
ভারতের কটূনৈতিক স্ট্রাইকে প্রবল চাপে পাকিস্তান, করাচির সমুদ্রতীরে মিসাইল উৎক্ষেপণের প্রস্তুতি!
April 24, 2025

ভারতের কটূনৈতিক স্ট্রাইকে প্রবল চাপে পাকিস্তান, করাচির সমুদ্রতীরে মিসাইল উৎক্ষেপণের প্রস্তুতি!

ভারতের কটূনৈতিক স্ট্রাইকে প্রবল চাপে পাকিস্তান,  করাচির সমুদ্রতীরে মিসাইল উৎক্ষেপণের প্রস্তুতি!
Listen to this article


নয়াদিল্লি: পহেলগাঁও হামলার পাল্টা ভারতের কটূনৈতিক স্ট্রাইকে প্রবল চাপে পাকিস্তান। চাপের মুখে পড়ে এবার শক্তি প্রদর্শনের চেষ্টা ইসলামাবাদ। ভূমি থেকে ভূমি ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করতে চলেছে পাক সরকার। করাচির সমুদ্রতীরে মিসাইল উৎক্ষেপণের প্রস্তুতি!

আরও পড়ুন, পহেলগাঁওয়ে জঙ্গিরা পর্যটকদের হামলা করতে পারে, ‘এমন খবর ছিল..’ ! প্রশ্নের মুখে নিরাপত্তা এজেন্সি

‘কাশ্মীর আমাদের গলার শিরা ছিল এবং আছে। আমরা কখনই ভারতের দখলদারি বিরুদ্ধে বিপ্লবী সংগ্রামে কাশ্মীরি ভাইদের ত্যাগ করতে পারব না। গত ১৬ এপ্রিল কাশ্মীর নিয়ে এমনই উস্কানিমূলক মন্তব্য় শোনা গেছিল পাকিস্তানের সেনাপ্রধানের মুখে। এর কিছুদিনের মধ্য়েই পহেলগাঁওয়ে ঘটে গেল এমন ভয়াবহ জঙ্গি হামলা। এর নেপথ্য়ে পাকিস্তানের স্পষ্ট হাত দেখছে পাচ্ছেন বিশেষজ্ঞদের একাংশ। এদিকে, সামনে এসেছে লস্কর ই তৈবার কমান্ডারের একটি ভিডিও। যেখানে সরাসরি তাকে হুমকি দিতে শোনা যাচ্ছে। 

ধর্ম জানার পর খুন হিন্দু পরিচয় জেনে, তারপর হত্য়া! বেছে বেছে মেরে ফেলা হয়েছে পুরুষদের। ছাড় দেওয়া হয়েছে মহিলা ও শিশুদের! যাতে তারা পরে জানাতে পারে কীভাবে খুন করা হয়েছিল !পহেলগাঁওয়ে ভয়ঙ্কর জঙ্গি হামলায় শিউরে উঠেছে গোটা বিশ্ব। এর নেপথ্য়ে পাকিস্তানের স্পষ্ট হাত দেখছে পাচ্ছেন বিশেষজ্ঞদের একাংশ। তার কারণ, সম্প্রতি খোদ পাকিস্তানের সেনাপ্রধান কাশ্মীর নিয়ে উস্কানিমূলক মন্তব্য় করেন এবং লস্কর কমান্ডার হুমকি দেন।

 পাকিস্তান সেনাপ্রধান জেনারেল আসিম মুনির বলেন, কাশ্মীর নিয়ে আমাদের দৃষ্টি ভঙ্গি, সরকারি দৃষ্টিভঙ্গি একদম পরিষ্কার। কাশ্মীর আমাদের গলার শিরা ছিল এবং আছে। তাই আমরা কখনই ভারতের দখলদারি বিরুদ্ধে বিপ্লবী সংগ্রামে কাশ্মীরি ভাইদের ত্যাগ করতে পারব না। আমাদের পূর্বপুরুষরাও মনে করতেন যে আমরা হিনদুদের থেকে সব দিক থেকেই আলাদা। আমাদের ধর্ম আলাদা, আমাদের প্রথা আলাদা, আমাদের সংস্কৃতি-আচার আলাদা, আমাদের ভাবনা-চিন্তা আলাদা, আমাদের লক্ষ্যও আলাদা।  

লস্কর-ই-তৈবা কমান্ডার  আবু মুসা বলেছেন, মোদি বলেছিলেন যে, যাও আর শ্রীনগরে বসতি গড়ে তোলো। মুজাহিদিন কাশ্মীরে…সিয়া মুস্তাফারা… এই চ্যালেঞ্জ গ্রহণ করল আর বলল, মোদি তুমি রুদ্ধ কক্ষে আদেশ পাস করিয়েছ। কাগজ তোমার ছিল, বিচারক তোমার ছিল কিন্তু নেতা মুজাহিদের। করে তো দেখ, ইনশাল্লাহ গুলির বৃষ্টিতে আমরা তোমাদের গলা কেটে শহিদদের আত্মত্যাগের জবাব দেব। একের পর এক মন্তব্য়, তারপর কাশ্মীরের বুকে ভয়ঙ্কর জঙ্গি হামলা!যার থেকে অনেকের কাছেই পাকিস্তানের হাত স্পষ্ট! যদিও, এরপরও পাকিস্তান সমস্ত দায় অস্বীকার করে চলেছে।পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ দাবি করেছেন পহেলগাঁওয়ের হামলার সঙ্গে পাকিস্তানের কোনও যোগসূত্র নেই। মনে হচ্ছে, এই হামলায় কোনও বিদেশি হস্তক্ষেপ নেই, বরং স্থানীয় বিদ্রোহের ফল!
 
কিন্তু পাকিস্তান এই দাবি করলেও, গোয়েন্দা সূত্রে খবর, এই হামলার হামলার অন্যতম চক্রী সইফুল্লা খালিদ ওরফে সইফুল্লা কাসুরি। যে লস্করের সহ প্রতিষ্ঠাতা, ২৬/১১-র মুম্বই হামলার মূল ষড়যন্ত্রী হাফিজ সইদের অত্য়ন্ত ঘনিষ্ঠ। সূত্রের দাবি,সেনার তরফে ইতিমধ্য়ে জঙ্গিদের ৪২টা ক্য়াম্প চিহ্নিত করা হয়েছে। ভারতীয় সেনা সূত্রে দাবি, পাক অধিকৃত কাশ্মীরের উত্তর পীর পঞ্জাল রেঞ্জে ১০টা লঞ্চপ্য়াড চিহ্নিত করা হয়েছে। যেখানে ৩০-৩৫ জন জঙ্গি থাকতে পারে বলে অনুমান।দক্ষিণ পীরপঞ্জাল রেঞ্জে ৩২টা লঞ্চপ্য়াড চিহ্নিত করা হয়েছে। যেখানে ১০০-র কাছাকাছি জঙ্গি থাকতে পারে বলে সেনার অনুমান। 

 

আরও দেখুন



Source link