NOW READING:
জল আটকে পাকিস্তানে খরা, বেশি জল ছাড়ালেই বন্যা ! জব্দ করার কূটনৈতিক কৌশল ভারতের
April 29, 2025

জল আটকে পাকিস্তানে খরা, বেশি জল ছাড়ালেই বন্যা ! জব্দ করার কূটনৈতিক কৌশল ভারতের

জল আটকে পাকিস্তানে খরা, বেশি জল ছাড়ালেই বন্যা ! জব্দ করার কূটনৈতিক কৌশল ভারতের
Listen to this article


নয়াদিল্লি: পাকিস্তানকে প্রত্যাঘাতে ভারতের ‘ওয়াটার স্ট্রাইক’। একদিকে সিন্ধু জল চুক্তি স্থগিত, আরেকদিকে ঝিলম থেকে বাড়তি জল। জল দিয়েই পাকিস্তানকে জব্দ করার কূটনৈতিক কৌশল ভারতের। জল আটকে পাকিস্তানে খরা, বেশি জল ছাড়ালেই বন্যা!বাগলিহার বাঁধ দিয়েই পাকিস্তানকে জব্দ করার কৌশল ভারতের।

আরও পড়ুন, কাশ্মীরে জঙ্গি হামলায় নিহত কমান্ডো ঝন্টু আলি শেখকে শ্রদ্ধা শুভেন্দুর, ‘মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে সাধুবাদ..’ !

প্রত্যেক ভারতীয়র রক্ত ফুটছে। ষড়যন্ত্রকারীদের কড়া জবাব দেবই। পহেলগাঁও হামলা নিয়ে আগেই নাম না করে পাকিস্তানকে প্রত্যাঘাতের হুঙ্কার দিয়েছিলেন প্রধানমন্ত্রী। একইভাবে হুঙ্কার শোনা গিয়েছিল প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের গলাতেও। তবে এদিন উচ্চ পর্যায়ের বৈঠকে এবার পাকিস্তানের বিরুদ্ধে সেনাবাহিনীকে ‘পূর্ণ স্বাধীনতা’ দিয়ে দিলেন প্রধানমন্ত্রী মোদি। 

 ভূস্বর্গ কাশ্মীরে মঙ্গলবারের ভয়ঙ্কর হত্যালীলার নৃশংসতায় শিউরে উঠেছে গোটা দেশ। ভয়াবহ জঙ্গি হামলা কেড়ে নিয়েছে ২৬টা প্রাণ। বেছে বেছে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে হিন্দু পর্যটকদের। পাকিস্তানি জঙ্গিদের এই কাপুরুষোচিত হামলার প্রত্য়াঘাত চাইছে গোটা দেশ। রীতিমতো যুদ্ধের মহড়া শুরু করে দিয়েছে তিন বাহিনীর সেনাও। এই পরিস্থিতিতে রবিবার মন কি বাত অনুষ্ঠানে জঙ্গি ও তাদের মদতদাতাদের কড়া শাস্তি দেওয়ার আশ্বাস দিলেন নরেন্দ্র মোদি।

প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদি বলেন,পহেলগাঁওয়ে ওই হামলা, যারা সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতা করে তাদের হতাশা, কাপুরুষতাকে প্রকাশ করেছে।  সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ১৪০ কোটি ভারতীয়র পাশে রয়েছে গোটা বিশ্ব। আমি ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে আবার আশ্বাস দিচ্ছি, তারা ন্যায়বিচার পাবে। ন্যায় মিলবেই। এই হামলায় দোষী ও ষড়যন্ত্রকারীদের কঠোরতম জবাব দেওয়া হবে। এর আগে বিহারের সভামঞ্চ থেকে পহেলগাঁও হামলার ৪৮ ঘণ্টার মধ্যে, নাম না করে পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়েছিলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদি বলেন,আমি সমগ্র বিশ্বকে বলছি, ভারত প্রত্যেক জঙ্গিকে চিহ্নিত করে, খুঁজে বের করে শাস্তি দেবে এবং তাদের যারা মদত দেয়, পৃথিবীর শেষ প্রান্ত থেকেও তাদের ধরে আনা হবে। সন্ত্রাসবাদ কখনই ভারতের প্রাণশক্তি ভাঙতে পারবে না। সন্ত্রাসবাদীদের শাস্তি পেতেই হবে। 
 
একইভাবে হুঁশিয়ারির সুর শোনা গিয়েছিল প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের গলায়। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ বলেছিলেন, আমি দেশবাসীকে আশ্বস্ত করে বলতে চাই, এই ঘটনার জন্য় যারা দায়ী খুব শিগগিরই তারা যোগ্য় জবাব পাবে। প্রধানমন্ত্রী থেকে প্রতিরক্ষামন্ত্রী–হুঁশিয়ারির তালিকা লম্বা হচ্ছে, কিন্তু বদলা কবে নেওয়া হবে? প্রশ্ন তুলছিল বিরোধীরা।জম্মু ও কাশ্মীর  ডোরু, কংগ্রেস বিধায়ক  গুলাম আহমেদ মির বলেছিলেন, প্রত্যাঘাতের জন্য যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে, এইরকম পদক্ষেপ মোদি সরকার আগেও নিয়েছে। এখন যে পদক্ষেপের ঘোষণা করা হয়েছে, ভবিষ্যতে বোঝা যাবে তার কতটা কার্যকর হল।  তবে এবার সেই দোটানা আর রইল না। এবার পাকিস্তানের বিরুদ্ধে কখন, কোথায় কীভাবে হামলা? ঠিক করতে সেনাবাহিনীকে ‘পূর্ণ স্বাধীনতা’ দিয়েছেন প্রধানমন্ত্রী।
 

আরও দেখুন



Source link