পিয়ালি মিত্র: কসবাকাণ্ডে ব্রেক থ্রু। গ্রেফতার কসবা কাণ্ডের মাস্টারমাইন্ড ইকবাল। পূর্ব বর্ধমানের গলসি থেকে গ্রেফতার ইকবাল। আসল নাম আফরোজ খান। কাউন্সিলরের উপর হামলার জন্য বিহার থেকে ৩ জনকে যোগাযোগ করে নিয়ে আসে ইকবাল ওরফে আফরোজ খান। ধৃত যুবরাজকে কাউন্সিলরের ছবি দেখিয়ে সুশান্তের বাড়ির কাছে পাঠায় ইকবাল-ই। ইকবাল কার কথায় বিহার থেকে শার্প শুট্যারদের নিয়ে আসে কাউন্সিলরকে খুন করতে, তদন্তে সেটাই জানতে চাইছেন তদন্তকারীরা।
প্রসঙ্গত, তৃণমূল কাউন্সিলরকে গুলি করে খুনের চেষ্টার ঘটনায় তদন্তভার নিয়েছে কলকাতা পুলিসের গোয়েন্দা বিভাগ। গ্রেফতার করা হয়েছে ট্যাক্সিচালক আহমেদকে। সব মিলিয়ে এখনও পর্যন্ত জালে ৩। এদিন কসবা শুটআউটের ঘটনাস্থলে কলকাতার পুলিস কমিশনার মনোজ ভার্মা। পুলিস কমিশনার বলেন, “তদন্ত চলছে। আমরা খতিয়ে দেখছি। এর পিছনে যারা রয়েছে তাদের সকলকে গ্রেফতার করা হবে।” তদন্তে কসবা শুটআউটের ঘটনায় উঠে আসে বিহার যোগ। মোট ৩ জন আসে বিহারের বৈশালী থেকে। তাদের খিদিরপুরে একটা জায়গায় রাখা হয়। সেখান থেকে দুজন বাইকে করে আসে।
খিদিরপুর থেকে প্রথমে একটা ট্যাক্সি করে আসে অভিযুক্তরা। তারপর স্কুটিতে করে স্পটে পৌঁছয়। তদন্তে পুলিস জানতে পেরেছে, বন্দুকের ট্রিগার লক হয়নি! খুন করতে চাওয়ার মোটিভ কী?ব্যক্তিগত কোনও কারণে ওই কাউন্সিলরকে খুন করার চেষ্টা নাকি রাজনৈতিক কারণে তাঁকে খুন করার চেষ্টা? এটাই এখন জানার চেষ্টা করা হচ্ছে। শুক্রবার ভরসন্ধেয় বাড়ির সামনেই তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে লক্ষ্য করে ‘গুলি চালানোর চেষ্টা’ করে দুষ্কৃতীরা। সেই ঘটনার পর সুশান্ত ঘোষ বলেন, ‘আমি হতাশ, এরপর রাজনীতিতে থাকব কিনা ভাবব’!
হামলার পর ইতিমধ্যেই সুশান্ত ঘোষের নিরাপত্তা বাড়ানো হয়েছে। গতকালই ঘটনাস্থল থেকে ধরা হয় এক যুবককে। জেরায় সেই যুবক দাবি করে, “ইকবাল” নামে এক ব্যক্তি ধৃতকে কাউন্সিলরের ছবি দেখায়। বলে একে মারতে হবে! তারপর স্থানীয় এক যুবকের স্কুটারে পিছনে বসে তাকে কসবা যেতে বলা হয়। ধৃতের দাবি, “ইকবাল” তাকে বলেছিল “বন্দুক দিয়ে ভয় দেখিয়ে পালিয়ে যাবে তুমি। আমরা পিছনে ট্যাক্সিতে থাকব। বাকি কাজ আমরা করে নেব।” কাজের বিনিময়ে ১০ হাজার টাকা দেওয়ার কথাও বলা হয়েছিল।
আরও পড়ুন, North Barrackpore: দু’দিন নিখোঁজ! বাড়ির উঠোনে মিলল উত্তর ব্যারাকপুর পুরসভার ভাইস চেয়ারম্যানের দেহ…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)