কলকাতা: কসবা আইন কলেজে ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় সরব বিরোধীরা। এদিকে এহেন পরিস্থিতিতে তৃণমূল বিধায়ক মদন মিত্রের মন্তব্য ঘিরে জোর বিতর্ক শুরু হয়েছিল তৃণমূলের অন্দরেই। দলের অবস্থান এবং তাকে চ্যালেঞ্জ করে পাল্টা মন্তব্যের পর তা গড়ায় শোকজে। তবে এবার দলের শোকজে ক্ষমা চাইলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। দুঃখপ্রকাশ করে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীকে চিঠি দিয়েছেন তিনি।
আরও পড়ুন, কার্তিক মহারাজকে এবার আইনি নোটিস, থানায় হাজিরার নির্দেশ নবগ্রাম থানার পুলিশের
মূলত, রাজ্যের ঘটে যাওয়া একাধিক ইস্যুতে এর আগেও বারবার বিতর্কে জড়িয়েছেন শাসকদলের হেভিওয়েটরা। কখনও দলের নবীন-প্রবীণ ইস্যু, কখনও ওয়াকফ ইস্যু, নানা ইস্যুতে বিতর্কিত মন্তব্যে কাউকেই ছেড়ে দেওয়া হয়নি দলের তরফে। ‘উপযুক্ত পদক্ষেপ’ নেওয়া হয়েছে। আর এই মুহূর্তে রাজ্যের অন্যতম বড় ঘটনা কসবার আইন কলেজে গণধর্ষণ কাণ্ড। আর এই ইস্যুতেই সম্প্রতি মদন মিত্রের মন্তব্যে ওঠে বিতর্কের ঝড়। দলের তরফে তাঁকে পাঠানো হয় শোকজ চিঠি। নির্দিষ্টি সময়ের মধ্যেই দলের শোকজের উত্তরে ক্ষমা চেয়েছেন তিনি। মদন মিত্র চিঠিতে বলেছেন, ‘আমার মন্তব্যে দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্থ হওয়ায় লজ্জিত ও ক্ষমাপ্রার্থী। মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের প্রতি আমার আস্থা অটুট।’পাশাপাশি তিনি আরও বলেছেন, ‘দল পদক্ষেপ করলেও আমি দল ছাড়ব না।’