NOW READING:
Kasba Law College Incident: বাজেয়াপ্ত আরও ১ মোবাইল! কসবাকাণ্ডে চাঞ্চল্যকর আপডেট… সেই রাতে…
July 5, 2025

Kasba Law College Incident: বাজেয়াপ্ত আরও ১ মোবাইল! কসবাকাণ্ডে চাঞ্চল্যকর আপডেট… সেই রাতে…

Kasba Law College Incident: বাজেয়াপ্ত আরও ১ মোবাইল! কসবাকাণ্ডে চাঞ্চল্যকর আপডেট… সেই রাতে…
Listen to this article


পিয়ালি মিত্র: এবার কসবা মামলার (Kasba Law College Gang Rape Case) তদন্ত আরও একটি মোবাইল ফোন বাজেয়াপ্ত। মনোজিৎ-সহ ধৃত চারজনের বাদে আরও একজনের মোবাইল বাজেয়াপ্ত করেছে পুলিস। সূত্রের দাবি, আরও একজন নিরাপত্তারক্ষীর মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনার আগে ডিউটি পরিবর্তন হয়েছিল। এই সিকিউরিটি গার্ড বাড়িতে চলে গিয়েছিলেন রাত ৮.২৫ নাগাদ। এবার সেই পুলিসের স্ক্যানারে। 

আরও পড়ুন, Kasba Law College Incident: মনোজিতের দাদাগিরির ভংয়কর নমুনা! ‘ম্যাঙ্গো’কে কি ভয় পেতেন ভাইস প্রিন্সিপালও?

এই সিকিউরিটি গার্ডের সঙ্গে ধৃত সিকিউরিটি গার্ডের মধ্যে কোনও কথা হয়েছিল কিনা সে সব বিষয়ে নিশ্চিত হতে চাইছে তদন্তকারীরা। পাশাপাশি সব মিলিয়ে এখনও পর্যন্ত ১৮ জনের বয়ান রেকর্ড করা হয়েছে। অভিযুক্তদের ফোন থেকে অনেক তথ্যই পেয়েছে পুলিস। এবার পুলিসের নজরে সকালের নিরাপত্তারক্ষীও। তিনি রাত ৮:২৫ পর্যন্ত কলেজেই ছিলেন। তিনি চলে যাওয়ার পর নিরাপত্তার দায়িত্বে এসেছিলেন রাতের কর্মী।

কিন্তু বিকেল ৪টে থেকে রাত ৮:২৫ পর্যন্ত সকালের ওই রক্ষী কাদের সঙ্গে ফোনে যোগাযোগ রেখেছেন। কাদের সঙ্গে কথা বলেছেন জানতে তৎপর পুলিস। গণধর্ষণের ঘটনার তদন্তে এখনও পর্যন্ত মোট ১৮ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। প্রত্যেকের বয়ান মিলিয়ে দেখা হচ্ছে। ঘটনাটি ঘটে গত ২৫ জুন রাতে। এর পর, মনোজিৎরা বালিগঞ্জে চলে যায়। ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে এমনই তথ্য পেয়েছেন গোয়েন্দারা। কার সঙ্গে দেখা করতে গিয়েছিল অভিযুক্তরা, সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়। 

প্রসঙ্গত, আগামী ৮ জুলাই মঙ্গলবার কসবা আইন কলেজে ধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত-সহ ধৃত চারজনকে আলিপুর আদালতে হাজির করানো হবে। তিন অভিযুক্তকে ৮ জুলাই পর্যন্ত পুলিসি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত।

আরও পড়ুন, Kasba Law College Incident: মনোজিতের নামে আরেক ছাত্রীর বিস্ফোরক অভিযোগ! কলেজে অসু্বিধায় সেই ‘ম্যাংগো’কেই যোগাযোগের নির্দেশ ভাইস প্রিন্সিপালের…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link