NOW READING:
Kasba Law College Incident: ‘তৃণমূল কর্মীরা কি অশিক্ষিত?’ মনোজিৎকে চাকরি দেওয়া নিয়ে পালটা প্রশ্ন বিধায়ক সায়ন্তিকার! পাশে দাঁড়ালেন…
July 2, 2025

Kasba Law College Incident: ‘তৃণমূল কর্মীরা কি অশিক্ষিত?’ মনোজিৎকে চাকরি দেওয়া নিয়ে পালটা প্রশ্ন বিধায়ক সায়ন্তিকার! পাশে দাঁড়ালেন…

Kasba Law College Incident: ‘তৃণমূল কর্মীরা কি অশিক্ষিত?’ মনোজিৎকে চাকরি দেওয়া নিয়ে পালটা প্রশ্ন বিধায়ক সায়ন্তিকার! পাশে দাঁড়ালেন…
Listen to this article


প্রবীর চক্রবর্তী: কসবা গণধর্ষণকাণ্ডে (Kasba Law College Gang Rape Case) বিতর্কে পরিচালন সমিতির সভাপতি অশোক দেব। গণধর্ষণকাণ্ডে ধৃত মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রকে (Manojit Mishra) চাকরি দেওয়া নিয়ে বিতর্কে অশোক দেব। তবে সেই অশোক দেবের পাশেই দাঁড়ালেন বিধায়িকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্য়ায় (Sayantika Banerjee)। বরাহনগরের তৃণমূল বিধায়ক সায়ন্তিকা। মনোজিৎকে অশোক দেবের কলেজে চাকরি দেওয়ার মধ্যে কোনও অন্যায় দেখতে পাচ্ছেন না সায়ন্তিকা!

বিধায়ক সায়ন্তিকার স্পষ্ট বক্তব্য, “চাকরি দেওয়া কি অন্যায়? তৃণমূল কর্মীরা কি অশিক্ষিত? যে চাকরি দেওয়া যাবে না?” অশোক দেবের ‘পাশে দাঁড়িয়ে’ তাঁর জোরালো সওয়াল, “সবার কান মুলে কি দেখা সম্ভব যে কার মনে কী আছে? এটা একটা বৃহৎ দল!” প্রসঙ্গত, কসবার সাউথ ক্যালকাটা ল কলেজের মধ্যেই এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে ধৃত মনোজিৎ মিশ্র। সঙ্গে তাঁর আরও ২ শাগরেদ। 

প্রসঙ্গত, কসবা কাণ্ডে টাওয়ার লোকেশনের সূত্র ধরে পুলিসের হাতে এসেছে নয়া ‘বিস্ফোরক’ তথ্য। ঘটনার পরদিন সন্ধে ৭টা ২০-তে গ্রেফতার হয় মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র। এরপর সন্ধ্যা ৭টা ৩৫-এ তালবাগান এলাকা থেকে গ্রেফতার হয় জঈব। এখন গ্রেফতারির ঠিক আগেই ৬টা ২৫ মিনিটে দুজনেরই টাওয়ার লোকেশন মিলে গিয়েছে। বালিগঞ্জ স্টেশন লাগোয়া ফার্ন রোডের কাছে দুজনেরই টাওয়ার লোকেশন পাওয়া গিয়েছে। 

যার ফলে প্রশ্ন উঠছে, কার সঙ্গে দেখা করতে গিয়েছিল অভিযুক্তরা? গ্রেফতারির ঠিক ১ ঘণ্টা আগে বালিগঞ্জে কার সঙ্গে দেখা করতে যান মনোজিৎ-জঈব? এই অপরাধ ও কলেজে মনোজিৎ মিশ্রের দাদাগিরি সামনে আসার পর থেকেই তাঁর মাথার উপর কোনও প্রভাবশালীর নেতার হাত থাকার অভিযোগে সরব হয়েছে বিভিন্ন মহল।

আরও পড়ুন, Kasba Law College Incident: সেদিন গার্ড রুমে ছাত্রীকে ঢোকানোর পরই…সামনে এল ‘বড়’ তথ্য! জামিন অযোগ্য ৩ সহ কসবা গণ*ধ*র্ষ*ণে আরও ৬ ধারা…

আরও পড়ুন, Kasba Law College Incident: মনোজিতের নির্যাতন! তরুণীর বিব*স্ত্র ভিডিয়ো একজন নয়, তোলে… কসবা গণ*ধ*র্ষ*ণে ভয়ংকর আপডেট…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link