NOW READING:
রাজন্যার মন্তব্য বিতর্কের মধ্যেই এবার TMC কাউন্সিলর জুঁই বিশ্বাসের পোস্ট
July 7, 2025

রাজন্যার মন্তব্য বিতর্কের মধ্যেই এবার TMC কাউন্সিলর জুঁই বিশ্বাসের পোস্ট

রাজন্যার মন্তব্য বিতর্কের মধ্যেই এবার TMC কাউন্সিলর জুঁই বিশ্বাসের পোস্ট
Listen to this article


কলকাতা: কসবাকাণ্ডের পর টিএমসিপি-র সাসপেন্ডেড নেত্রী রাজন্যা হালদারের বক্তব্য ঘিরে বিতর্ক মোড় নিয়েছে। ফিরহাদ কন্যা, অতীন কন্যার পর এবার সমাজ মাধ্যমে নাম না করেই তীব্র আক্রমণ শানিয়েছেন তৃণমূল কাউন্সিলর জুঁই বিশ্বাস।

আরও পড়ুন, আদালতে স্বস্তি শান্তনু সেনের, মেডিক্যাল কাউন্সিলের নির্দেশ খারিজ, ‘মামলাকারীকে বলার জায়গা দিতে হবে..’

রাজন্যার মন্তব্য বিতর্কের মধ্যেই এবার প্রাক্তন টিএমসিপি নেত্রীর নাম না করেই ফেসবুক পোস্ট তৃণমূল কাউন্সিলর জুঁই বিশ্বাসের। তিনি লিখেছেন,  ‘যোগ্যতা বিচারের জন্যও যোগ্যতা লাগে। একে যাঁরা মাথায় তুলেছিলেন, তাঁদের যোগ্যতা নিয়েও সন্দেহ আছে। না নেত্রী হওয়ার যোগ্যতা আছে, না অভিনেত্রী’দু’দিন এসেই নেত্রী?, কটাক্ষ জুঁই বিশ্বাসের। তিনি আরও লিখেছেন, কোভিড বা কোনও natural calamity তে এদের মুখ কেউ দেখতে পায় না।শুধু personal agenda নিয়ে রাজনীতি করতে আসা।’

Rajanya Halder: রাজন্যার মন্তব্য বিতর্কের মধ্যেই এবার TMC কাউন্সিলর জুঁই বিশ্বাসের পোস্ট, ' শুধু নিজের স্বার্থ নিয়ে রাজনীতি করতে আসা..' !

 



Source link