NOW READING:
ছাত্রীকে ‘গণধর্ষণ’, সেই সময় কলেজেই ছিলেন ভাইস প্রিন্সিপাল? ভাইরাল ছবি ঘিরে বিস্ফোরক প্রশ্ন
July 7, 2025

ছাত্রীকে ‘গণধর্ষণ’, সেই সময় কলেজেই ছিলেন ভাইস প্রিন্সিপাল? ভাইরাল ছবি ঘিরে বিস্ফোরক প্রশ্ন

ছাত্রীকে ‘গণধর্ষণ’, সেই সময় কলেজেই ছিলেন ভাইস প্রিন্সিপাল? ভাইরাল ছবি ঘিরে বিস্ফোরক প্রশ্ন
Listen to this article


ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা: একটি ভাইরাল ফটোকে কেন্দ্র করে কসবাকাণ্ডে নতুন রহস্য দানা বেধেছে। সাউথ ক্যালকাটা ল’ কলেজের প্রিন্সিপালের ভূমিকা নিয়ে।কসবা ল’ কলেজে ছাত্রীকে ‘গণধর্ষণ’ এর সময় কলেজেই ছিলেন ভাইস প্রিন্সিপাল ? মূলত ভাইরাল হওয়া ভাইস প্রিন্সিপালের হাজিরা নিয়ে পরতে পরতে প্রশ্ন উঠেছে !

Kasba Incident: ছাত্রীকে 'গণধর্ষণ', সেই সময় কলেজেই ছিলেন ভাইস প্রিন্সিপাল? ভাইরাল ছবি ঘিরে বিস্ফোরক প্রশ্ন

আরও পড়ুন, রাজন্যার মন্তব্য বিতর্কের মধ্যেই এবার TMC কাউন্সিলর জুঁই বিশ্বাসের পোস্ট, ‘ শুধু নিজের স্বার্থ নিয়ে রাজনীতি করতে আসা..’ !

গত জুন মাসেই কসবাকাণ্ড প্রকাশ্যে আসে। ঘটনার দিন অর্থাৎ ২৫ জুন কলেজের রেজিস্টারে দেখা যাচ্ছে ভাইস প্রিন্সিপালের ইন-আউট টাইম লেখা রয়েছে ‘৯.৫০’ ।  আর এখানেই উঠেছে প্রশ্ন।  তাহলে কি একই সময়ে ঢুকলেন এবং বেরিয়ে গেলেন ভাইস প্রিন্সিপাল? ৯.৫০-এর পাশে সকাল কিংবা সন্ধে AM/ PM কেন লেখা নেই ? তাহলে কি মনোজিৎদের অত্যাচারের সময় কলেজেই ছিলেন ভাইস প্রিন্সিপাল? মূলত ছাত্রীর বয়ান অনুযায়ী সন্ধে ৭.৩০ থেকে রাত ১০.৫৫ পর্যন্ত কলেজে আটকে অত্যাচার চলেছিল। বেরোনোর সময় রাত ৯.৫০ হলে, ধর্ষণের সময় কলেজেই ছিলেন ভাইস প্রিন্সিপাল ? ভাইরাল রেজিস্টার নিয়ে এখানেই প্রশ্ন উঠেছে। কিন্তু কোনও স্পষ্ট জবাব নেই ভাইস প্রিন্সিপালের।

Kasba Incident: ছাত্রীকে 'গণধর্ষণ', সেই সময় কলেজেই ছিলেন ভাইস প্রিন্সিপাল? ভাইরাল ছবি ঘিরে বিস্ফোরক প্রশ্ন

 



Source link