NOW READING:
কসবায় চাকরিহারাদের উপর চড়াও পুলিশ, কালো ব্যাজ পরে প্রতিবাদ রবীন্দ্রভারতীর অধ্যাপকদের
April 11, 2025

কসবায় চাকরিহারাদের উপর চড়াও পুলিশ, কালো ব্যাজ পরে প্রতিবাদ রবীন্দ্রভারতীর অধ্যাপকদের

কসবায় চাকরিহারাদের উপর চড়াও পুলিশ, কালো ব্যাজ পরে প্রতিবাদ রবীন্দ্রভারতীর অধ্যাপকদের
Listen to this article


প্রকাশ সিনহা, কলকাতা: বুধবার, কসবায় ডিআই অফিস (Kasba DI Office Chaos) অভিযানে গিয়ে পুলিশের লাঠি-লাথি খেতে হয়েছিল চাকরিহারা শিক্ষক-অশিক্ষক কর্মীদের। পাল্টা সেই আন্দোলনকারীদের বিরুদ্ধেই আবার জোড়া মামলাও করা হয়। সেই ঘটনারই প্রতিবাদে সামিল হল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্য়ালয়ের শিক্ষক সমিতি। শুক্রবার কালো ব্যাজ পরে ক্যাম্পাসে এলেন বিশ্ববিদ্য়ালয়ের অধ্যাপকেরা। ক্য়াম্পাসের ভিতরে প্রতিবাদ মিছিলেও হাঁটেন তাঁরা। এসএসসির এই ঘটনা প্রাতিষ্ঠানিক দুর্নীতি, পশ্চিমবঙ্গের ইতিহাসে কালোতম অধ্যায়। দাবি আন্দোলনকারী অধ্যাপকদের।

ক্যাম্পাসে প্রতিবাদ শিক্ষকদের: শিক্ষায় দুর্নীতি, চাকরিহারাদের লাথি, লাঠি, পাল্টা আন্দোলনকারীদের বিরুদ্ধেই মামলা, এসবের প্রতিবাদে শুক্রবার কালো ব্যাজ পরে আসেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্য়ালয়ের অধ্যাপকদের একাংশ। ক্যাম্পাসেই মিছিল করেন তাঁরা। বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক জ্যোৎস্না চট্টোপাধ্যায় বলেন, “আমাদের স্পষ্ট কথা, যে SSC-র যে বিষয়টা হয়েছে, এটা প্রাতিষ্ঠানিক একটা দুর্নীতি। এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির দায় যারা পরীক্ষা নিয়েছেন, যারা করেছেন, তাদের গ্রহণ করতে হবে। শিক্ষকদের পুনর্নিয়োগ কীভাবে হবে, কী পদ্ধতিতে হবে, যোগ্যদের তা বিচার-বিবেচনার দায়িত্ব তাদেরকেই গ্রহণ করতে হবে।”

নিয়োগে ব্যাপক দুর্নীতির জেরে রাতারাতি বাতিল হয়ে গেছে প্রায় ২৬ হাজার শিক্ষকের চাকরি। কেন যোগ্য-অযোগ্য আলাদা করতে পারল না এসএসসি? কেন প্রকাশ করা হচ্ছে না OMR-এর মিরর ইমেজ? প্রশ্ন তুলে পথে নেমেছেন যোগ্য চাকরিহারারা। এই অসন্তোষ কাজে লাগিয়ে ময়দানে নেমে পড়েছে বিরোধীরাও। শুক্রবার, সল্টলেকে রাজ্য বিজেপি দফতর থেকে বিক্ষোভ মিছিল করে বিজেপি যুব মোর্চা। পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যান বিক্ষোভকারীরা। রাস্তার একাংশ অবরোধ করে চলে বিক্ষোভ। বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খাঁ বলেন, “অযোগ্যদের যারা আপনারা তৃণমূলকে ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, সেই তালিকাটা আপনারা এক্ষুনি প্রকাশ করুন। ঘুষ তো খেয়েছে তৃণমূল। তৃণমূলের নেতা-মন্ত্রীরা, এরাই তো যত ঘুষ খেয়েছে। শরতের আকাশের মতো পরিষ্কার হয়ে গেছে যে এই পুরো নিয়োগ দুর্নীতিটা।”

এসএসসি ভবনের সামনে বুধবার থেকে অবস্থান চালিয়ে যাচ্ছেন চাকরিহারা শিক্ষকদের একাংশ। এদিন তাঁদের সঙ্গে যোগ দেন সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিরা। চাকরি বাতিলের দায় বিজেপি-সিপিএমের ঘাড়ে চাপিয়ে পাল্টা পথে নেমেছে তৃণমূলও। শুক্রবার আশুতোষ কলেজ থেকে মিছিল করেন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। তৃণমূল সরকারের বিরুদ্ধে ক্ষোভ আছড়ে পড়েছে জেলায় জেলায়। রায়গঞ্জে জেলা স্কুল পরিদর্শকের দফতরের সামনে হাওয়াই চটি ও কাচের চুড়ি হাতে বিক্ষোভ দেখায় এবিভিপি। চটি ছিনিয়ে নিতে গেলে পুলিশের সঙ্গে বাধে বচসা। 

আরও দেখুন



Source link