NOW READING:
শিক্ষকদের ওপর বেধড়ক লাঠিচার্জ পুলিশের, মাটিতে লুটিয়ে পড়লেন চাকরিহারারা
April 10, 2025

শিক্ষকদের ওপর বেধড়ক লাঠিচার্জ পুলিশের, মাটিতে লুটিয়ে পড়লেন চাকরিহারারা

শিক্ষকদের ওপর বেধড়ক লাঠিচার্জ পুলিশের, মাটিতে লুটিয়ে পড়লেন চাকরিহারারা
Listen to this article



<p>ABP Ananda Live: কসবায় DI অফিসে ধুনধুমার! চাকরি ফেরত চাইতে গিয়ে জুটল মার। শিক্ষকদের ওপর বেধড়ক লাঠিচার্জ পুলিশের। মাটিতে লুটিয়ে পড়লেন চাকরিহারারা।</p>
<p><strong>রাজ্য জুড়ে চাকরিহারাদের DI অফিস অভিযান, পুলিশের পা ধরে শিক্ষকের কান্না, ‘ গুলি চালিয়ে দিন আমাদের..’ !</strong></p>
<p>চাকরি চেয়ে জুটল মার। পুলিশের পা ধরে কাঁদছেন শিক্ষক!কলকাতা থেকে জেলা দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ, চাকরি বাতিল ইস্যুতে, চাকরিহারাদের DI অফিস অভিযানে বেনজির ছবি ধরা পড়ল বুধবার..।বর্ধমানে পুলিশের লাঠিচার্জ, বাঁকুড়ায় পুলিশের পা ধরে শিক্ষকের কান্না, মালদায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, তমলুকে শিক্ষকদের পথ অবরোধ, বারাসতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, উত্তর চব্বিশ পরগনার বারাসতে জেলা পরিষদের সংযোজিত ভবনে&nbsp;<a title="এসএসসি" href="https://bengali.abplive.com/topic/ssc" data-type="interlinkingkeywords">এসএসসি</a>&nbsp;অফিসের গেটে ঝুলছে তালা..।</p>
<p>গেটের বাইরে, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান চাকরিহারা শিক্ষক-অশিক্ষক কর্মীরা। পুলিশি বাধার মুখে পড়ে শুরু হয় ধস্তাধস্তি! পূর্ব বর্ধমানের কার্জন গেট থেকে র&zwj;্যালি করে ডিআই অফিসে যান চাকরিহারা শিক্ষক-অশিক্ষক কর্মীরা। অফিসের গেটে তালা ঝোলাতে গেলেই আসে পুলিশি বাধা।শুরু হয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি।পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জও করে পুলিশ।</p>



Source link