NOW READING:
Karun Nair | IPL 2025: ‘একটি সুযোগ দাও’! নায়ারের করুণ আর্তনাদ, ১০৭৭ দিন পর ফিরে ১২ চার ৫ ছয়ে ৪০ বলে ৮৯
April 14, 2025

Karun Nair | IPL 2025: ‘একটি সুযোগ দাও’! নায়ারের করুণ আর্তনাদ, ১০৭৭ দিন পর ফিরে ১২ চার ৫ ছয়ে ৪০ বলে ৮৯

Karun Nair | IPL 2025: ‘একটি সুযোগ দাও’! নায়ারের করুণ আর্তনাদ, ১০৭৭ দিন পর ফিরে ১২ চার ৫ ছয়ে ৪০ বলে ৮৯
Listen to this article


জ়ি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: যদি প্রশ্ন করা হয় যে, ভারতের হয়ে কারা কারা টেস্টে ট্রিপল সেঞ্চুরি করেছেন? উত্তরে আসবে মাত্র দু’টি নাম- একজন বীরেন্দ্র শেহওয়াগ (Virender Sehwag) ও অন্যজন করুণ নায়ার (Karun Nair)। 

শেহওয়াগ তাঁর কেরিয়ারে দু’বার ত্রিশতরান করেছেন। ২০০৪ সালে মুলতানে পাকিস্তানের বিরুদ্ধে ৩০৯ রানের ইনিংস খেলেছিলেন তিনি। এরপর ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩১৯ রান করেন তিনি। বীরুর পর ২০১৬ সালে করুণ ইংল্যান্ডের বিরুদ্ধে করেছিলেন অপরাজিত ৩০৩! 

আরও পড়ুন: আইপিএলের মাঝেই বিরাট খবর, ICC-র চেয়ারে মহারাজ! বহু যুদ্ধের যোদ্ধার সঙ্গেই ফের জুটি

করুণকে ভারতীয় ক্রিকেট প্রায় ভুলেই গিয়েছিল। মাত্র ৬টি টেস্ট ও ২টি ওডিআই খেলারই সৌভাগ্য হয়েছে ৩৩ বছরের যোধপুরে জন্মানো ক্রিকেটারের। ২০২৬-১৭ সালের পর আর কখনও দেশের জার্সি গায়ে চাপানো হয়নি তাঁর। এরপর থেকে তিনি নিয়মিত ঘরোয়া ক্রিকেট ও আইপিএল খেলেন। 

চলতি বছর বিজয় হাজারে ট্রফি নতুন করে চিনিয়েছে করুণকে। বীরেন্দ্র শেহওয়াগের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে টেস্টে ৩০০ করা করুণ রেকর্ডের পর রেকর্ড ভেঙেছেন। ৮ ইনিংসে ৩৮৯.৫০-র গড়ে ৭৭৯ রান করেছেন। তাঁর স্ট্রাইক রেট ছিল ১২৪.০৪। ৫টি শতরানও করেছেন করুণ। এরপরেও করুণ জাতীয় দলে সুযোগ পাননি! 

চলতি আইপিএলে করুণকে মাত্র ৫০ লক্ষ টাকায় দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। করুণকে প্রথম ৪ ম্যাচ খেলায়নি পার্থ জিন্দালের টিম। আইপিএলে দিল্লি  টানা চার ম্যাচ জিতে, পঞ্চম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হেরেছে ঠিকই। তবে চর্চায় ফের করুণ। 

ওয়াংখেড়েতে ডাগআউট থেকে ইমপ্যাক্ট সাব হিসেবে উঠে এসেছিলেন করণ। ১০৭৭ দিন পর আইপিএলে ফিরে ১২ চার ৫ ছয়ে ৪০ বলে ৮৯ রান করেছিলেন তিনে নেমে। তাঁর স্ট্রাইকরেট ছিল ২২২.৫০। মুম্বইয়ের ২০৫ রান তাড়া করে দিল্লি ১৯৩ রানে অলআউট হওয়ায় গল্পের ‘ট্র্যাজিক নায়ক’ ছিলেন করুণ। 

করণের খেলা দেখে মোহতি হয়েছেন সকলে। তিনি আরবসাগরের তীরে শটের সম্ভার সাজিয়ে বসেছিলেন। কসাইয়ের ভূমিকায় নামা করুণের সুবাদে দিল্লির পাওয়ারপ্লেতে স্কোর উঠে গিয়েছিল ৭১/‍১। দীপক চাহার ও ট্রেন্ট বোল্টের বিরুদ্ধে রণংদেহী মূর্তিতে ধরা দিয়েছিলেন। 

পাওয়ারপ্লেতে বুমরার ৯ বল ফেস করে করুণ করেছিলেন ২৬ রান। করুণকে দেখে কমেন্ট্রি বক্সে থাকা হর্ষ ভোগলে বলে উঠেছিলেন, ‘করুণ নায়ার বুমরাহকে পাঠ্যপুস্তকের মতো পড়ছেন। ২০২২ সালে করুণ এক্স (তখন ট্যুইট) হ্য়ান্ডেলে লিখেছিলেন, ‘ডিয়ার ক্রিকেট, আমাকে আর একটি সুযোগ দাও।’ নায়ারের এই করুণ আর্তনাদ আজও ভোলেননি ভারতীয় ক্রিকেটের অনুরাগীরা। 

আরও পড়ুন: অলিম্পিক্সে ফিরল ক্রিকেট! কোন ফরম্যাটে ক’টি টিম খেলবে? সব তথ্য জানুন সবার আগে…

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link