Karun Nair | Champions Trophy 2025: ৮ ইনিংসে ৩৮৯.৫০-র গড়ে ৭৭৯ রান! চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাদ পড়তেই তোপ ভারতীয় তারকার

Estimated read time 1 min read
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিজয় হাজারে ট্রফি (Vijay Hazare Trophy 2024-25) নতুন করে চিনিয়েছে করুণ নায়ারকে। বীরেন্দ্র শেহওয়াগের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে টেস্টে ৩০০ করা করুণ রেকর্ডের পর রেকর্ড ভেঙেছেন। ৮ ইনিংসে ৩৮৯.৫০-র গড়ে ৭৭৯ রান করেছেন। তাঁর স্ট্রাইক রেট ছিল ১২৪.০৪। ৫টি শতরানও করেছেন করুণ। কিন্তু এরপরেও অজিত আগরকরের জাতীয় নির্বাচক কমিটি আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) স্কোয়াডে বিদর্ভের অধিনায়ককে দলে রাখেনি! একটি টুর্নামেন্টে ৭০০-র বেশি রান করেও কীভাবে জাতীয় দলে জায়গা পেলেন না করুণ! তা নিয়ে প্রশ্ন উঠছে।

এক সর্বভারতীয় দৈনিকের থেকে করুণের কাছে জানতে চাওয়া হয়েছিল যে, চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে সুযোগ না পাওয়ায় তিনি ভারতীয় দলে ফেরার কথা নিয়ে কী ভাবছেন? করুণ বলেছেন, ‘নিশ্চিত ভাবেই ভারতের হয়ে কামব্যাকের সম্ভাবনা মনের ভিতর থাকা উচিত। আপানকে দেশের হয়ে খেলতে গেলে স্বপ্ন দেখতেই হবে। মাথায় এই চিন্তাভাবনা এবং স্বপ্ন আছে। তবে সেটা কেবলই মোটিভেট করে।’

আগরকরের কাছে প্রশ্ন ছিল যে, দল নির্বাচনের সময়ে কী করুণের কথা ভাবা হয়েছিল? আগরকর সাংবাদিকদের বলেছিলেন, ‘যার গড় ৭০০+ বা ৭৫০+, তার পারফরম্যান্স নিঃসন্দেহে বিশেষে। এরকম কিছু ঘটলে আলোচনা হবেই। আমরাও করুণ নায়ারকে নিয়ে আলোচনা করেছি। তবে এই মুহূর্তে, এই দলে জায়গা পাওয়া খুইব কঠিন। যাদের দলে নেওয়া হয়েছে তাদের দিকে একবার তাকান। সকলের গড় ৪০-এর বেশি। দুর্ভাগ্যবশত, ১৫ জনের দলে সবাইকে নেওয়া যায় না। তবে এই পারফরম্যান্স অবশ্যই নজরে এনে দেয়। যদি কোনও খেলোয়াড়ের ফর্ম পড়ে যায় বা তার চোট-আঘাত লাগে, তাহলে অবশ্যই বিশেষ পারফরম্যান্সকারী দের নিয়ে আলোচনা হবে।

যদি প্রশ্ন করা হয় যে, ভারতের হয়ে কারা কারা টেস্টে ট্রিপল সেঞ্চুরি করেছেন? উত্তরটা হবে মাত্র দু’জন- বীরেন্দ্র শেহওয়াগ ও করুণ নায়ার। শেহওয়াগ তাঁর কেরিয়ারে দু’বার ত্রিশতরান করেছেন। ২০০৪ সালে মুলতানে পাকিস্তানের বিরুদ্ধে ৩০৯ রানের ইনিংস খেলেছিলেন তিনি। এরপর ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩১৯ রান করেন তিনি। বীরুর পর ২০১৬ সালে করুণ ইংল্যান্ডের বিরুদ্ধে করেছিলেন অপরাজিত ৩০৩! 

করুণকে ভারতীয় ক্রিকেট প্রায় ভুলেই গিয়েছে। মাত্র ৬টি টেস্ট ও ২টি ওডিআই খেলারই সৌভাগ্য় হয়েছে ৩৩ বছরের যোধপুরে জন্মানো ক্রিকেটারের। ২০২৬-১৭ সালের পর আর কখনও দেশের জার্সি গায়ে চাপানো হয়নি তাঁর। এরপর থেকে তিনি নিয়মিত ঘরোয়া ক্রিকেট ও আইপিএল খেলেন। আসন্ন আইপিএলে করুণকে দেখা যাবে দিল্লির জার্সিতে। তাঁকে ৫০ লক্ষ টাকা দিয়ে নিয়েছে টিম। বোঝাই যাচ্ছে করুণ এবার কিছু করে দেখাতে চলেছেন। অতীতে করুণ দিল্লির পাশাপাশি কেকেআর, আরসিবি, কিংস ইলেভেন পঞ্জাব ও রাজস্থান রয়্য়ালসের হয়েও খেলেছেন। আইপিএলে তিনি রীতিমতো পরিচিত মুখই। 





Source link

JagoronBarta http://www.jagoronbarta.com

জাগরণ বার্তা হল একটি অগ্রণী অনলাইন সংবাদ পোর্টাল যা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিরপেক্ষ, সঠিক এবং সময়োপযোগী সংবাদ পৌঁছে দেওয়ার জন্য নিবেদিত। আমরা এমন একটি প্ল্যাটফর্ম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা বাংলার প্রকৃত কণ্ঠস্বরকে প্রতিফলিত করে এবং স্বাধীন সাংবাদিকতার গুরুত্বকে তুলে ধরে।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours