জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ৯ ঘণ্টা নয়, দিনে এবার ১৪ ঘণ্টা কাজ! কর্নাটকে কর্মীদের কাজের সময় বাড়ানোর দাবি তুলেছে আইটি কোম্পানিগুলি। স্রেফ মৌখিক দাবি নয়, রাজ্য সরকারের কাছে এই মর্মে প্রস্তাব জমা পড়েছে। সূত্রের খবর তেমনই। ক্ষুদ্ধ কর্মচারীরা।

আরও পড়ুন:  Nipah Virus: রাজ্যে আক্রান্ত ৪, ভয়ংকর ভাইরাসে মৃত্যু ১৪ বছরের বালকের

সূত্রের খবর, কর্নাটকে দোকান ও বাণিজ্যিক প্রতিষ্ঠান সংক্রান্ত আইন সংশোধনে চিন্তাভাবনা করছে সরকার। রাজ্যের আইটি কোম্পানিগুলি চাইছে, সংশোধিত সেই আইনে কর্মীদের কাজের সময়ে বাড়ানোর প্রস্তাবটিও অন্তর্ভুক্ত করা হোক। সেক্ষেত্রে ৯ ঘণ্টা বদলে দিনে ১৪ ঘণ্টা কাজ করতে হবে কর্মচারীদের। কাজের সময় বা শিফট ১২ ঘণ্টা। সঙ্গে ২ ঘণ্টা ওভারটাইম।

এখন যে আইনে রয়েছে, সেই আইনে কর্মীদের দিনে ৯ ঘণ্টা কাজ করানো যায়। আর ওভারটাইম ১ ঘণ্টা। সবমিলিয়ে ১০ ঘণ্টা। আইটি কোম্পানিরগুলি প্রস্তাব, ‘আইটি বা কলসেন্টারের কর্মীদের দিনে ১২ ঘণ্টার বেশি এবং টানা ৩ মাসে ১২৫ ঘণ্টার কম কাজের ছাড়পত্র দেওয়া হোক’। সূত্রের খবর, এই প্রস্তাব নিয়ে প্রাথমিক আলোচনা সেরে ফেলেছে সরকার। এবার মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে আলোচনা হতে পারে।

এদিকে এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছে কর্নাটক আইটি কর্মচারী ইউনিয়ন বা KITU। তাঁদের দাবি, কাজের সময় যদি বাড়ানো হয়, সেক্ষেত্রে শিফটের সংখ্যা কমবে। ফলে এক-তৃতীয়াংশ কর্মচারী কাজ হারাবেন। আইটি কোম্পানিগুলি এখন ৩ শিফটে কাজ চলে। কর্মচারী ইউনিয়নের বিবৃতিতে উল্লেখ, আইন সংশোধন করা হলে, কোম্পানিগুলিতে ২ শিফট চালু করবে। ফলে কর্মীদের ছাঁটাই করা হবে’।

আরও পড়ুন:  Kanwar Yatra: রামের আপত্তি না হলে রহমানের কেন? কাঁওয়ার যাত্রা নিয়ে যোগীকে সমর্থন রামদেবের

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Shares:
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *