মোদির ডাকে দিল্লিতে গোটা কপূর পরিবার, জেহ আর তৈমুরের জন্য কী উপহার নিয়ে ফিরলেন করিনা?

Estimated read time 1 min read
0 0
Listen to this article
Read Time:3 Minute, 21 Second


কলকাতা: নরেন্দ্র মোদির (Narendra Modi) ডাকে পুরো কপূর পরিবার দিল্লি গিয়েছিলেন। রাজ কপূরের ১০০ বছরের জন্মদিন উদযাপনে এদিন গোটা কপূর পরিবারকে তাঁর বাসভবনে আমন্ত্রণ জানিয়েছিলেন নরেন্দ্র মোদি। সেই উপলক্ষ্যেই দিল্লি গিয়েছিলেন করিনা কপূর খান (Kareena Kapoor Khan), সইফ আলি খান (Saif Ali Khan), রণবীর কপূর (Ranbir Kapoor), আলিয়া ভট্ট (Alia Bhatt), নীতু কপূর (Neetu Kapoor) ও কপূর পরিবারের অন্যান্য সদস্যরা। এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে কিছুটা সময় কাটান তাঁরা। আলোচনা করেন ছবি নিয়ে , রাজ কপূরকে নিয়ে। সিনেমায় তাঁর অবদান নিয়ে। আর বাড়িতে থাকা ছোট্ট দুই পুত্রের জন্য উপহার পর্যন্ত নিয়ে ফেরেন করিনা কপূর খান। 

এদিন সোশ্যাল মিডিয়ায় করিনা যে ছবি শেয়ার করে নিয়েছেন, সেখানে দেখা যাচ্ছে, লাল-সাদা ও কালো পোশাক পরে গিয়েছিলেন প্রত্যেকেই। প্রধানমন্ত্রীর সঙ্গে প্রত্যেকে ছবি তোলেন। আর দুই পুত্র, তৈমুর ও জেহ-র জন্য প্রধানমন্ত্রীর থেকে করিনা সংগ্রহ করেন অটোগ্রাফ। করিনা যে ছবিগুলি দিয়েছেন তার মধ্যেই একটি ছবিতে দেখা যাচ্ছে, নরেন্দ্র মোদি কিছু লেখার ওপর সাক্ষর করছেন। পরের ছবিতে নিজেই সেই কথা প্রকাশ করেছেন করিনা। তৈমুর ও জেহ-কে উদ্দেশ্য করে মোদির এই সাক্ষরই খুদেদের উপহার। করিনা আরও জানিয়েছেন, ১৩ থেকে ১৫ তারিখ পর্যন্ত গোটা দেশে চলবে রাজ কপূরের ফিল্ম ফেস্টিভ্যাল। ৪০টা শহরের, ১৩৫টি সিনেমায় দেখানো হবে মোট ১০টি রাজ কপূরের ছবি। সিনেমা জগতে রাজ কপূরের অসীম অবদানকে স্মরণ করে নিতেই এই উদ্যোগ।

সোশ্যাল মিডিয়ায় এই সফরের একাধিক ছবি নিজের স্টেটাসে শেয়ার করে নিয়েছেন নীতু কপূর (Neetu Kapoor)। আর সেখানে চর্চা হয়েছে করিনা কপূরের প্রতিক্রিয়া নিয়ে। যেখানে সবাই ক্যামেরার দিকে তাকিয়ে ছিলেন, সেখানে করিনা তাকিয়েছিলেন ক্যামেরার থেকে বহূ দূরে। সেটাই যেন নজর কেড়েছে সবার।

 


আরও পড়ুন: Mushtaq Khan: বলিউড অভিনেতার অপহরণের অভিযোগ দিল্লি-মীরাট হাইওয়েতে, ১২ ঘণ্টা ধরে চলল ‘অত্যাচার’ !

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও দেখুন





Source link

About Post Author

JagoronBarta

জাগরণ বার্তা হল একটি অগ্রণী অনলাইন সংবাদ পোর্টাল যা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিরপেক্ষ, সঠিক এবং সময়োপযোগী সংবাদ পৌঁছে দেওয়ার জন্য নিবেদিত। আমরা এমন একটি প্ল্যাটফর্ম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা বাংলার প্রকৃত কণ্ঠস্বরকে প্রতিফলিত করে এবং স্বাধীন সাংবাদিকতার গুরুত্বকে তুলে ধরে।
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
JagoronBarta http://www.jagoronbarta.com

জাগরণ বার্তা হল একটি অগ্রণী অনলাইন সংবাদ পোর্টাল যা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিরপেক্ষ, সঠিক এবং সময়োপযোগী সংবাদ পৌঁছে দেওয়ার জন্য নিবেদিত। আমরা এমন একটি প্ল্যাটফর্ম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা বাংলার প্রকৃত কণ্ঠস্বরকে প্রতিফলিত করে এবং স্বাধীন সাংবাদিকতার গুরুত্বকে তুলে ধরে।

You May Also Like

More From Author

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *