# Tags
#Blog

Kanye West Controversy: স্ত্রীর নেশার সুযোগ নিয়ে স্নানের নগ্ন ভিডিয়ো পোস্ট, বিপাকে পপ তারকা…

Kanye West Controversy: স্ত্রীর নেশার সুযোগ নিয়ে স্নানের নগ্ন ভিডিয়ো পোস্ট, বিপাকে পপ তারকা…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিতর্ক পিছু ছাড়েনা মার্কিন পপ তারকা কেনি ওয়েস্টের। একের পর এক বিতর্কে নিজেই নাম জড়ান নিজের। সম্প্রতি নিজের স্ত্রীর স্নানের নগ্ন ভিডিও শ্যুট করে স্যোশাল মিডিয়ায় পোস্ট করেন পপ তারকা। বাথটবে স্নানরত অবস্থায় স্ত্রী বিয়াঙ্কা সেন্সুরির নগ্ন ভিডিওটি শ্যুট করেছেন তিনি নিজেই । তারপর সেই ভিডিও পোস্ট করেছেন সোশাল মিডিয়ায়। এই ঘটনায় তুমুল শোরগোল পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়। সমালোচনায় বিদ্ধ হচ্ছেন কেনি।

আরও পড়ুন- Priyanka Chopra | wildfires in Hollywood : দাউ দাউ করে জ্বলছে ‘হলিউড’, দাবানলে পুড়ে ছাই একাধিক তারকার বাড়ি, আতঙ্কে প্রিয়াঙ্কা…

সম্প্রতি ছিল বিয়াঙ্কার জন্মদিন। সেদিনই বাথটবের নগ্ন ভিডিওটি তোলেন পপ তারকা। সেটি সোশাল মিডিয়ায় পোস্টও করে দেন। ভিডিওটি দেখে নেটিজেনদের দাবি, বিয়াঙ্কা সেই সময় নেশাগ্রস্ত ছিলেন। আর সেই সুযোগ নিয়ে ভিডিওটি তোলেন ওয়েস্ট। ২০২৩ সালে আবার ইটালির রাস্তায় কেনি ও বিয়াঙ্কার ছবি দেখে চমকে ওঠেন অনুরাগীরা। একধরনের পোশাক পরে কেনির সঙ্গে রাস্তায় হাঁটছিলেন বিয়াঙ্কা, যা দেখে মনে হচ্ছিল যেন প্রায় নগ্ন অবস্থায় রাস্তায় হাঁটছেন ২৯ বছরের মডেল। সে সময়ও ছবি ঘিরে প্রবল বিতর্ক হয়েছিল। 

আরও পড়ুন- Theif Steat Kiss: জিনিসপত্র না পেয়ে হতাশ! গৃহিণীকে চুমু দিয়ে পালাল চোর…

প্রসঙ্গত, আলোচিত মডেল ও অভিনেত্রী কিম কার্দাশিয়ানের সঙ্গে সম্পর্কে ছিলেন কেনি। একসময় মার্কিন এই শিল্পী এক সময় নিজের নাম বদলে নিজের নতুন নাম রাখেন ‘ইয়ে’। নাম পরিবর্তন করলেও অনুরাগীদের কাছে তিনি এখনও কেনি ওয়েস্ট। কেনি একসময় বিশ্বের বেস্ট সেলার সংগীত শিল্পীর খেতাব পেয়েছিলেন। তবে বিতর্কের পাতায় কেনির নাম আগে একাধিকবার এসেছে। ইলন মাস্কের সঙ্গে প্রকাশ্যে বাগবিতণ্ডায় জড়িয়েছিলেন তিনি। এজন্য খেসারতও দিতে হয়েছে। কেনির টুইটার অ্যাকাউন্ট সরিয়ে দিয়েছিলেন ইলন। 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal