জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পোশাক বিতর্কে বারবার নাম জড়ালো কেনি ওয়েস্ট ও তার স্ত্রী বিয়াঙ্কা সেন্সরি। এর আগে ভাইরাল হয়েছিল বিয়াঙ্কার বাথটবের ভিডিও। এবার একেবারে গ্র্যামির রেড কার্পেটে ন্যুড পোশাকে দেখা গেল বিয়াঙ্কাকে। নেটদুনিয়ায় শোরগোল ফেলেছে গ্র্যামি অ্যাওয়ার্ড শোতে বিয়াঙ্কার পরনের নগ্ন স্বচ্ছ পোশাক, যাতে শরীরের সমস্ত অঙ্গই দৃশ্যমান। পোশাকটি হল ন্যুড ড্রেস। স্ত্রীর এই পোশাকের পক্ষে কেনি বলেন যে ‘এটা শিল্প’।
আরও পড়ুন- Hema Malini On Kumbh Stampede: মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যু ‘ছোট ঘটনা’, হেমার মন্তব্য ঘিরে বিতর্ক তুঙ্গে…
রবিবার কেনি ওয়েস্ট এবং বিয়াঙ্কা সেন্সরি ৬৭-তম গ্র্যামি অ্যাওয়ার্ডের রেড কার্পেটে এই পোশাকে হাঁটার পরই তাঁদের বাইরে বের করে দেওয়া হয়। প্রথমে দুজনই অনুষ্ঠানে আসেন স্বাভাবিক পোশাকে। দুজনেই পাপারাজ্জিদের জন্য পোজও করছিলেন। কেনিকে দেখা যায় কালো পোশাকে আর বিয়াঙ্কা এসেছিলেন কালো লম্বা কোটে।
আচমকাই নিজের কোট খুলে ফেলেন বিয়াঙ্কা। সেটি খুলে ফেলতেই কেলেঙ্কারি কাণ্ড! নগ্ন স্বচ্ছ পোশাকে রেড কার্পেটে বিয়াঙ্কার ছবিও তোলেন পাপারাজ্জিরা। ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ওঠে সমালোচনার ঝড়। জানা যায় যে কেনি এবং বিয়াঙ্কা সহ পাঁচজনকে রেড কার্পেটে আসার পর চলে যেতে বলা হয়েছিল।
আরও পড়ুন- Mamta Kulkarni: টপলেস ফটোশ্যুটই কাল হল মমতার! যে ৫ কারণে মহামণ্ডলেশ্বরের পদ থেকে বিতাড়িত বিতর্কিত নায়িকা…
এই অ্যাওয়ার্ড শোতে কেনি ওয়েস্ট দুটি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন। তবে তাঁর মনোনয়ন সত্ত্বেও, শুধুমাত্র পোশাক কাণ্ডের জন্যই তাঁকে এবং বিয়াঙ্কাকে আনুষ্ঠানিকভাবে ইভেন্ট থেকে বের করে দেওয়া হয়। বিয়াঙ্কার পোশাক ঘিরে সারা বিশ্বে ঝড় উঠেছে। তবে স্ত্রীর পাশে দাঁড়িয়েছেন কেনি। তাঁর দাবি এটা কোনও অশ্লীলতা নেই, এটা শিল্প।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
+ There are no comments
Add yours