NOW READING:
Kanpur: এ-ও পুলিস! বউকে মারতে বেদের কাছ থেকে সাপ নিয়ে ছাড়ল ঘরে…
March 25, 2025

Kanpur: এ-ও পুলিস! বউকে মারতে বেদের কাছ থেকে সাপ নিয়ে ছাড়ল ঘরে…

Kanpur: এ-ও পুলিস! বউকে মারতে বেদের কাছ থেকে সাপ নিয়ে ছাড়ল ঘরে…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:  রক্ষকই ভক্ষক! সাপের কামড় খাইয়ে এবার স্ত্রীকে খুনের চেষ্টার অভিযোগ উঠল খোদ পুলিসকর্মীর বিরুদ্ধেই। বেদের কাছে সাপ নিয়ে নাকি ঘরে ছেড়ে দিয়েছিলেন তিনি! বরাতজোরে প্রাণে বেঁচে গিয়েছেন ওই মহিলা। ঘটনাটি উত্তরপ্রদেশের কানপুরে। 

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

জানা গিয়েছে, অভিযুক্তের নাম অনুজ পাল। উত্তরপ্রদেশে পুলিসের কনস্টেবল পদে কর্মরত তিনি। বছর চারেক আগে বিয়ে করেন অনুজ। কিন্তু স্ত্রীর সঙ্গে বনিবনা ছিল না একেবারেই।  অনুষ্কা নামে ওই মহিলার দাবি, তখনও পুলিসে চাকরি পাননি। তাঁকে ধর্ষণ করেন অনুজ। এরপর আইনের ভয়ে নির্যাতিতাকে বিয়ে করেন। কিন্তু একসঙ্গে থাকতেন না, স্ত্রীকে রেখেছিলেন বোনের বাড়িতে। 

এদিকে বিয়ের পর পুলিসে চাকরি পান অনুজ। তাঁর স্ত্রীর দাবি, চাকরি পাওয়ার পর তাঁদের বিয়েকে স্বীকৃতি দিতে রাজি ছিলেন না ওই পুলিসকর্মী। পরিস্থিতি এমনই জায়গায় পৌঁছয় যে, পুলিসের দ্বারস্থ হন অনুষ্কা। শেষপর্যন্ত তাঁকে নিজের বাড়িতে নিয়ে আসেন অনুজ। আর তখন থেকেই ওই মহিলার শারীরিক নির্যাতন শুরু হয় বলে অভিযোগ। সঙ্গে হুমকিও!

অভিযোগ, ১৯ ফেব্রুয়ারি দু’জন বেদের কাছ থেকে সাপ নিয়ে ঘরে ছেড়ে দেন অনুজ এবং জোর করে স্ত্রীকে সেই সাপের কামড় খাওয়ান। অজ্ঞান হয়ে যান ওই মহিলা। মারা গিয়েছেন ভেবে চম্পট দেয় অভিযুক্ত।  কিছুক্ষণ পর জ্ঞান ফেরে অনুষ্কার। কোনওমতে বাপের বাড়িতে পালিয়ে যান তিনি।  আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন বেশ কয়েকদিন।  ছাড়া পেয়েই বাবাকে সঙ্গে ডেপুটি পুলিস কমিশনারের কাছে যান ওই মহিলা। দ্রুত FIR করার নির্দেশ দেন কানপুরের ডিএসপি। প্রথমে পুলিসে এফআইআর নিতে রাজি হচ্ছিল না বলে অভিযোগ।

আরও পড়ুন:  Uttar Pradesh Shocker: বাবার সঙ্গে বিছানায় ফস্টিনস্টি স্ত্রীর, ঘরে ঢুকেই গলা কেটে দিল ছেলে…

আরও পড়ুন:  Dr. Surabhi Raj: রোগী সেজে এসেছিল ‘স্বামী-দেওর’! ডাক্তার সুরভি রাজ হত্যাকাণ্ডে নাটকীয় মোড়, গ্রেফতার ৫…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link