<p><strong>প্রকাশ সিনহা, কলকাতা:</strong> কাঁকুড়গাছিতে বিজেপি কর্মী খুন, কোর্টে ভর্ৎসিত সিবিআই। ‘৪ বছরে কাউকে গ্রেফতারের কোনও চেষ্টা করেছেন? ৪ বছরে কাউকে গ্রেফতারের প্রয়োজন মনে করেছিলেন?’, বিজেপি কর্মী অভিজিৎ সরকার-হত্যা মামলায় প্রশ্ন আদালতের।</p>
<p>[yt]https://youtu.be/GZE0KPRXp14?feature=shared[/yt]</p>
<p>আরও পড়ুন,<a title=" ‘AI দিয়ে বানানো আমার অশ্লীল ছবি পাচার করেছে..’, কসবাকাণ্ডের পর TMCP-র ছাত্রনেতাদের বিরুদ্ধে বিস্ফোরক রাজন্যা" href="https://bengali.abplive.com/district/rajanya-haldar-slams-tmc-student-union-leaders-over-viral-ai-made-photos-requested-mamata-abhishek-to-take-action-1143068" target="_self"> ‘AI দিয়ে বানানো আমার অশ্লীল ছবি পাচার করেছে..’, কসবাকাণ্ডের পর TMCP-র ছাত্রনেতাদের বিরুদ্ধে বিস্ফোরক রাজন্যা</a></p>
<p>এদিন যখন মামলায় শুনানি শুরু হয়, বিচারকের প্রশ্ন ছিল, আপনারা যে তদন্ত করে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিয়েছেন, আমি কেস ডাইরি দেখেছি। বিচারকের বক্তব্য হচ্ছে যে, যে তথ্য প্রমাণ সামনে রেখে আপনারা এই সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিয়েছেন, সেই তথ্যপ্রমাণ তো দুই বছর আগে পেয়েছিলেন। তাহলে কেন, চার বছর পর এই সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিয়েছেন ? প্রশ্ন বিচারকের। </p>
<p>এদিন আদালতের তরফে, ১৮ জুলাই পরেশ, স্বপন, পাপিয়া-সহ ১৮জনকেই হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। তার মধ্যে সিবিআইকে সমন-চার্জশিটের কপি অভিযুক্তদের দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে এদিন সিবিআই এর আইনজীবীর বক্তব্য ছিল, একমাস সময় লাগবে। সেটা শুনেই রীতিমত ক্ষুদ্ধ বিচারক। </p>
<p> </p>
<p> </p>
Source link
অভিজিৎ খুনের মামলায় কোর্টে ভর্ৎসিত CBI, ‘তথ্যপ্রমাণ দুই বছর আগে পেয়ে, ৪ বছর পর জমা ?..’
