জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শাড়ি পেয়ে বেজায় খুশি ‘কুইন!’ পুরষ্কার ছুঁড়ে ফেলে জড়িয়ে ধরলেন কাঞ্জিভরম রাষ্ট্রপতি পুরষ্কার-প্রাপ্ত অভিনেত্রী কঙ্গনা রানাউত।
ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর বায়োপিক ‘ইমারজেন্সি’ দর্শকদের পছন্দের তালিকায় বেশ উপরের সারিতে রয়েছে। ইন্দিরা গান্ধীর নাম ভূমিকায় অভিনয় করেছেন কঙ্গনা রানাউত। থিয়েটার হলের পর এটি বর্তমানে নেটফ্লিক্সে স্ট্রিমিং করা হচ্ছে। ছবিটিতে অভিনয়ের জন্য অভিনেত্রী একজন ভক্তের থেকে চিঠি এবং একটি কাঞ্জিভরম শাড়ি উপহার পেয়েছেন। ইনস্টাগ্রাম স্টোরিতে চিঠিটি শেয়ার করে কঙ্গনা বলেছেন যে বলিউডের পুরষ্কার বিতরণের মঞ্চের সেইসব ‘অকেজো ট্রফি’র থেকে এই পুরষ্কার তাঁর অনেক বেশি প্রিয়।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News
এর আগে বলিউডের এই ঠোঁটকাটা অভিনেত্রী বলিউডের নেপোটিজম, মুখ চেনা লোকেদের বারবার পুরস্কার পাওয়া, তিন-খানের দাপটে কোন নায়িকাকে প্রোটাগনিস্ট হতে না দেওয়া সহ অনেক বড় বড় সমস্যা নিয়ে মুখ খুলেছেন। কঙ্গনা নিঃসন্দেহে একজন গুণী এবং বড় অভিনেত্রী। কিন্তু তাঁর এই স্পষ্ট কথা বলার জন্য তিনি বলিউডের অনেকের কাছেই অপ্রিয়। অনেকেই মনে করেন তিনি প্রচারে থাকার জন্য মাঝে মাঝে কিছু একটা বলেন।
আরও পড়ুন: ‘উনি সারাজীবন প্রচুর বাজে কথা বলেছেন, তা আজও অব্যাহত’! উৎপল নিয়ে ‘রুদ্র’-মন্তব্যে কড়া কৌশিক…
কঙ্গনা রানাউতের ‘ইমার্জেন্সি’ ছবিটি সার্টিফিকেশন সমস্যার কারণে দীর্ঘ অপেক্ষার পর জানুয়ারিতে প্রেক্ষাগৃহে মুক্তি পায়। বড় পর্দায় আসার পর ছবিটি ইতিবাচক সমালোচনা পেয়েছিল। কিন্তু বক্স অফিসে কালেকশন কম ছিল। রাজনৈতিক এই ছবি মার্চ মাসে নেটফ্লিক্সে প্রিমিয়ার হয়েছিল এবং আরও অনেক দর্শকদের কাছে পৌঁছেছিল। ‘ইমার্জেন্সি’র সাফল্যে কঙ্গনা আনন্দিত।
সম্প্রতি, সংসদে এক ভক্তের কাছ থেকে অভিনেত্রী একটি বিশেষ চিঠি পেয়েছেন। সেই সঙ্গে ‘ইমার্জেন্সি’র মতো একটি ছবি তৈরির জন্য তাঁকে একটি কাঞ্জিভরম শাড়ি উপহার দিয়েছেন সেই ভক্ত। ইনস্টাগ্রাম স্টোরিতে চিঠিটি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘#Emergency তৈরির জন্য আমি একটি অসাধারণ কাঞ্জিভরম শাড়ি পেয়েছি… অকেজো সেই ট্রফি পাওয়ার থেকে এই উপহার অনেক ভালো।’
আরও পড়ুন: ‘যৌনতার তীব্র খিদেতে ছটফট করতেন’… বিস্ফোরক সুপারস্টারের প্রাক্তন স্ত্রী
কঙ্গনাকে পাঠানো চিঠিতে লেখা ছিল, ‘আমি এল.এন. নিত্যনাথম, জয় শ্রী জয় রাম কাউন্সিলের পরিচালক। আমার হৃদয় ও আত্মা জুড়ে হিন্দুত্বর বোধ। ভারতের দেশপ্রেমের সঙ্গে আমার আত্মা গভীরভাবে জড়িত। কয়েক দশক ধরে, কংগ্রেসকেই ভারতের স্বাধীনতা এনে দেওয়ার জন্য মহিমান্বিত করা হয়েছে। তবে, স্বাধীনতার ভান করেও কংগ্রেস কী ভাবে ভারতকে দাসত্বের শিকলে আটকে রেখেছিল তা এখন উন্মোচিত হচ্ছে। মহাত্মা গান্ধীর পতাকাতলে, দলের দুর্নীতি এবং অমানবিক নীতি বছরের পর বছর ধরে প্রশ্নাতীত ছিল। আজ, এই ডিজিটাল যুগে, সোশ্যাল মিডিয়ার উত্থান এবং বিজেপির উত্থানের সঙ্গে সঙ্গেই, সমাজের সকল স্তরে সচেতনতা দ্রুত ছড়িয়ে পড়ছে।’
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)