# Tags
#Blog

Kangana Ranaut: কঙ্গনার ‘ইর্মাজেন্সি’র স্পেশাল স্ক্রিনিং! হাজির কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ি-সহ…

Kangana Ranaut: কঙ্গনার ‘ইর্মাজেন্সি’র স্পেশাল স্ক্রিনিং! হাজির কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ি-সহ…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অবশেষে মুক্তি পেতে চলেছে, কঙ্গনা রানাওয়াতের (Kangana Ranaut) বহুল প্রত্যাশিত ছবি ‘ইর্মাজেন্সি’। চলতি মাসের ১৭ জানুয়ারি মাসে বড় পর্দায় আসবে। মুক্তির আগে শনিবার কঙ্গনা রানাওয়াতে ‘ইর্মাজেন্সি’র স্পেশাল স্ক্রিনিং-এর ব্যবস্থা করেছিলেন। সেখানেই উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ি। উপস্থিত ছিলেন তাঁর পরিবারও। এছাড়াও নাগপুরে অনুষ্ঠিত এই স্ক্রিনিংয়ে আরও উপস্থিত ছিলেন বলিউড অভিনেতা অনুপম খের। 

আরও পড়ুন: ‘বাবার বয়সী হিরোর সঙ্গে এ কী অশ্লীল নাচ’! ফের বিতর্কে উর্বশী…

সম্প্রতি অনুপম খের তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিয়ো পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে আসন্ন ছবির জন্য কুইন কঙ্গনা অনুপম খেরের মায়ের পা ছুঁয়ে আশীর্বাদ নিচ্ছেন। সেখানেই অনুপম লেখেন, ‘কঙ্গনা এবং দুলারি: পাহাড়ের দুই শক্তিশালী মহিলা। কিছুদিন আগেই, কঙ্গনা জানিয়েছিলেন তিনি আমার মা’র থেকে আশীর্বাদ নিতে চান। মা ঠিক ভাবে সেজেগুজেও যাননি। দুলারি ভালোবাসার বর্ষণ করে কঙ্গনার উপর। আমার মায়ের খুব পছন্দের ডায়ালগ: ভালো মনের সামনে জামাকাপড় কোনওদিনই গুরুত্বপূর্ণ নয়।’

আরও পড়ুন: প্রিমিয়ারে গিয়ে হঠাত্‍ই অসুস্থ‌! হৃদরোগ নয় বেনস্ট্রোক আক্রান্ত টিকু তালসানিয়া, জানালেন স্ত্রী…

উল্লেখ্য, গত বছর সেপ্টেম্বর মাসে এই ছবি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত সেন্সর বোর্ড তা আটকে দেয়। তিনি কখনও ভাবেননি যে একটা ছবি তৈরি করে রিলিজ করতে গিয়ে তিনি এত সমস্যার সম্মুখীন হবেন। প্রসঙ্গত, ১৯৭৫ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জারি করা ২১ মাসের জরুরি অবস্থার উপর ভিত্তি করে কঙ্গনা পরিচালিত ‘ইমার্জেন্সি’ তৈরি হয়েছে। ২০২৪ সালে ৬ সেপ্টেম্বর ‘ইমার্জেন্সি’ মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) থেকে ছাড়পত্র না পাওয়ায় ছবির মুক্তি পিছিয়ে যায়। ছবিটি বেশ কয়েকটি শিখ সংগঠনের রোষের মুখেও পড়েছিল। তারা মুক্তির বিষয়ে আপত্তি জানিয়েছিল এবং নির্মাতাদের বিরুদ্ধে সত্যকে ভুলভাবে উপস্থাপনের অভিযোগ তুলেছিল।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল) 





Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal