‘দিদির মন্ত্রীদের চলন দেখলে থাকতে ইচ্ছে করে না’,বিস্ফোরক মন্তব্য কল্যাণের, কাদের দিকে ইঙ্গিত ?
<p><strong>কৃষ্ণেন্দু অধিকারী, রাজীব চৌধুরী, সমীরণ পাল, কলকাতা:</strong> সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, যে যে মন্ত্রীকে দেখে ওর গা-পিত্তি জ্বলছে। জ্বালা হচ্ছে শরীরে। মুখ্যমন্ত্রীকে বলুন, যে দিদি আমি তো তোমার লোক। তুমি এই বাজে লোকজনকে তাড়িয়ে দাও। বলতেও পারবে না। ওর সেই সাহসও নেই। আর মুখ্যমন্ত্রী, তখন কল্যাণকেই আউট করে দেবেন। </p>
<p>কিন্তু, তৃণমূলের চার বারের সাংসদ কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায় কোন কোন মন্ত্রীকে নিশানা করছেন? তা তিনি স্পষ্ট না করলেও, পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বর্ষীয়ান মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তৃণমূল নেতা ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, ‘আমাকে যদি বলে আমার চালচলন দেখলে, তাঁর দলে থাকতে ইচ্ছে করে না, তখন আমি দল ছেড়ে দেব। আমার চালচালনে যদি খারাপ লাগে বা অন্য কেউ যদি প্রভাবিত হয় তাহলে আমি থাকব না। আমি নিজেকে সংযত বলে মনে করি। মাটির সঙ্গে চলি।'</p>
<p>কংগ্রেসের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী বলেন, ‘দিদি আছে বলে সবাই আছে, কারও কোনও ক্ষমতা আছে বলার তৃণমূলের নেতা-নেত্রীদের? দিদি আছে সবাই আছে। দিদির দৌলতে সবাই করে খাচ্ছে। দিদিকে এখনও মূর্তি বানিয়ে ঠাকুরঘরে রেখে পুজো হচ্ছে না, এই বাবার ভাগ্য আমাদের। ‘আর জি কর-কাণ্ডের সময় নিয়েও মুখ খুলেছেন কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায়।যা নিয়ে আবার তাঁর সঙ্গে কুণাল ঘোষের সুর মিলে গেছে।</p>
<p>তৃণমূল কংগ্রেসের আইনজীবী ও সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘যারা মন্ত্রীতন্ত্রী হয়ে যায়, তারা চুপচাপ হয়ে যায়। আরজি করে তাদের মুখ খুলতে দেখা যায়নি। দেখেছিলেন? আমি আর কুণাল মুখ খুলেছি। যখন কেটে গেছে তখন দৌড়াচ্ছে… দিদি তুমি যা করেছো না! আর যখন হচ্ছিল, তখন চুপচাপ থেকে গেছে। তখন আমরাই গালাগাল খেয়েছি।'</p>
<p>আরও পড়ুন, <a title="’কয়েক লক্ষ মানুষ বিষ স্যালাইনে আক্রান্ত..’ ! রাজভবনে শুভেন্দু" href="https://bengali.abplive.com/district/fake-saline-suvendu-adhikari-visit-raj-bhawan-claims-for-true-information-1117001" target="_self">’কয়েক লক্ষ মানুষ বিষ স্যালাইনে আক্রান্ত..’ ! রাজভবনে শুভেন্দু</a></p>
<p>তৃণমূল কংগ্রেস রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, ‘মমতার বিরুদ্ধে চক্রান্ত চলছে, আমি কল্যাণ ও কয়েকজন সরব ছিলাম। এটা তো ঠিক বাকিরা সেই সময় আমাদের মতো সরব হয়নি। তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটির সদস্য় কল্য়াণ বন্দোপাধ্য়ায়।আর সেই তিনিই এবার যা বললেন, তাতে দলের অন্দরে তোলপাড়। </p>
Source link